CAA ও NRC-র জন্য দেশে কতগুলি ডিটেনশন ক্যাম্প? জবাব দিলো স্বরাষ্ট্রমন্ত্রক

কেন্দ্রীয় সরকারের তরফে আনা সিএএ এবং এনআরসি নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। আর এই পথ ধরে রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরীর পরিকল্পনা ছিল কেন্দ্রীয় সরকারের। তবে এখনও পর্যন্ত কতগুলি ডিটেনশন ক্যাম্প কেন্দ্রীয় সরকার তৈরি করেছে? সম্প্রতি এমনই এক প্রশ্নের উত্তরে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়ে দিলেন, দেশে কেন্দ্রীয় সরকারের তরফে সিএএ (caa) এবং এনআরসির (nrc) জন্য এখনও কোনও ডিটেনশন ক্যাম্প (detention camp) তৈরি করেনি কেন্দ্রীয় সরকার। সম্প্রতি রাজ্যসভায় লিখিত প্রশ্নের উত্তরে নিত্যানন্দ রায় বলেছেন প্রয়োজনমতো ডিটেনশন ক্যাম্প গুলি তৈরি করে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। সেখানে কেন্দ্রীয়ভাবে কোনও নজরদারি করা হয় না।

আরও পড়ুন:‘২ মের পর বাংলায় বিজেপি সরকার’, তৃণমূলকে তোপ দেগে পুরুলিয়ায় সরব মোদি

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আরো জানানো হয় অবৈধ অনুপ্রবেশকারী এবং বিদেশীদের জন্য এই ডিটেনশন ক্যাম্প গুলি তৈরি করা হয়। রাজ্যগুলিতে থাকা ডিটেনশন ক্যাম্পে অনেকেই তাদের শাস্তির সময় কাটিয়ে ফেলেছেন ফলে তারা নিজের দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি সরকারের দাবি এখনো পর্যন্ত জাতীয় পঞ্জি তৈরি করার কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে সিএএ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বিরোধীরা যতই বাধা দিক সরকার সিএএ লাগু করবেই। এবং উদাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি বঙ্গ নির্বাচনের প্রাক্কালে ভোট প্রচারে এসে ঠাকুরনগরের দাবি করেন, তাদের কাজ শেষ হলেই সরকার সিএএ নিয়ে কাজ শুরু করবে।

Advt

Previous article‘২ মের পর বাংলায় বিজেপি সরকার’, তৃণমূলকে তোপ দেগে পুরুলিয়ায় সরব মোদি
Next articleকাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়লেন মহিলা মৎস্যজীবী