Wednesday, November 12, 2025

অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আজ ফের কমিশনে যাচ্ছেন সৌগতরা

Date:

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শুক্রবার ফের নির্বাচন কমিশনের(election commission) দ্বারস্থ হচ্ছে তৃণমূলের(TMC) প্রতিনিধি দল। যে দলে থাকছেন তৃণমূল সাংসদ সৌগত রায়(sougata Roy), সাংসদ নাদিমুল হক, সদ্য তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিনহা, সাংসদ প্রতিমা মন্ডল ও মহুয়া মৈত্র। তৃণমূলের অভিযোগ, রাজ্যের পুলিশ প্রশাসন এখন নির্বাচন কমিশনের হাতে। এই পরিস্থিতিতে বিজেপির প্রার্থী তালিকা(BJP candidate list) প্রকাশের পর যেভাবে বিক্ষোভ ছড়িয়েছে এবং তৃণমূল নেতাকর্মীদের ওপর যেভাবে হামলার ঘটনা ঘটছে তাতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি। ফলস্বরূপ এহেন সময় গোটা পরিস্থিতির গুরুত্ব বুঝে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি জানাবে তৃণমূলের এই প্রতিনিধি দল।

আরও পড়ুন:প্রার্থী নিয়ে অসন্তোষ, বিজেপির সব পদ থেকে ইস্তফা সৌরভের

প্রসঙ্গত, বিজেপি নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করার পর রাজ্যের নানান প্রান্তে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট প্রচার সেরে ফেরার পথে তাঁর গাড়ির উপর হামলা হয়েছে। ভেঙে তাঁর গাড়ির কাচও। বিজেপি শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব। যদিও তা অস্বীকার করেছেন বিজেপি। নির্বাচন পূর্বে এখানে পরিস্থিতি আরো খারাপ রূপ নিতে পারে আশঙ্কা করেই অবিলম্বে এই ধরনের ঘটনায় কমিশনের হস্তক্ষেপ চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল।

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version