অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শুক্রবার ফের নির্বাচন কমিশনের(election commission) দ্বারস্থ হচ্ছে তৃণমূলের(TMC) প্রতিনিধি দল। যে দলে থাকছেন তৃণমূল সাংসদ সৌগত রায়(sougata Roy), সাংসদ নাদিমুল হক, সদ্য তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিনহা, সাংসদ প্রতিমা মন্ডল ও মহুয়া মৈত্র। তৃণমূলের অভিযোগ, রাজ্যের পুলিশ প্রশাসন এখন নির্বাচন কমিশনের হাতে। এই পরিস্থিতিতে বিজেপির প্রার্থী তালিকা(BJP candidate list) প্রকাশের পর যেভাবে বিক্ষোভ ছড়িয়েছে এবং তৃণমূল নেতাকর্মীদের ওপর যেভাবে হামলার ঘটনা ঘটছে তাতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি। ফলস্বরূপ এহেন সময় গোটা পরিস্থিতির গুরুত্ব বুঝে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি জানাবে তৃণমূলের এই প্রতিনিধি দল।
আরও পড়ুন:প্রার্থী নিয়ে অসন্তোষ, বিজেপির সব পদ থেকে ইস্তফা সৌরভের
প্রসঙ্গত, বিজেপি নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করার পর রাজ্যের নানান প্রান্তে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট প্রচার সেরে ফেরার পথে তাঁর গাড়ির উপর হামলা হয়েছে। ভেঙে তাঁর গাড়ির কাচও। বিজেপি শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব। যদিও তা অস্বীকার করেছেন বিজেপি। নির্বাচন পূর্বে এখানে পরিস্থিতি আরো খারাপ রূপ নিতে পারে আশঙ্কা করেই অবিলম্বে এই ধরনের ঘটনায় কমিশনের হস্তক্ষেপ চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল।