মেট্রো পরিষেবা কম দোল এবং হোলিতে

দোল এবং হোলি উপলক্ষ্যে সীমিত মেট্রো পরিষেবা। বদল হয়েছে মেট্রোর সময়সূচি। রবিবার দোলের দিন ১০৪টি মেট্রোর পরিবর্তে চলবে মোট ৬০টি ট্রেন। আর সোমবার হোলির দিন ২৫২টির বদলে চলবে ১৭৬টি ট্রেন।

মঙ্গলবার মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রবিবার দোলের দিন মেট্রো পরিষেবা সকাল ৯ টার পরিবর্তে শুরু হবে দুপুর আড়াইটে থেকে। চলবে ১০টা ৪৩ মিনিট পর্যন্ত। সেদিন ১০৪টির বদলে ৬০টি ট্রেন চলবে। সকাল ৯টার পরিবর্তে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোটি ছাড়বে দুপুর আড়াইটের সময়। একই সময়ে আবার দমদম থেকেও কবি সুভাষগামী মেট্রোটিও ছাড়বে। অন্যদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো এবং দমদম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোটিও ছাড়বে দুপুর আড়াইটের সময়।

আরও পড়ুন-করোনা আক্রান্তদের বেশিরভাগই বহুতলের বাসিন্দা, কমবয়সীদের মধ্যে বাড়ছে সংক্রমণ

এরপর সোমবার হোলি উপলক্ষ্যে ২৫২টি ট্রেনের বদলে চলবে ১৭৬টি অর্থাৎ এদিন কম মেট্রো চলবে। অর্থাৎ ডাউন এবং আপে চলবে ৮৮টি ট্রেন। সকাল ৬ টা ৫০ মিনিটে ছাড়বে প্রথম ট্রেনটি। চলবে ১০ টা ৪৩ মিনিট পর্যন্ত। তবে প্রতি ক্ষেত্রেই শেষ মেট্রোর ছাড়ার সময় অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ রাত ১০টা ৪৩ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে।

Advt

Previous articleলিগের শেষ ম‍্যাচে জয় চাইছেন শঙ্করলাল
Next articleনিজের উত্তরসূরী হিসাবে প্রধান বিচারপতি বোবদের পছন্দ এনভি রামান্না