বাঁকুড়ায় একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে জোড়া সভা করলেন রাজনাথ সিং

মাঝে আর একটা দিন। তারপরই শুরু হবে প্রথম দফার ভোট। আর আজ ভোট প্রচারের শেষ দিনে রাজ্যে ঠাসা কর্মসূচি নিয়ে হাজির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাঁকুড়ায় বৃহস্পতিবার জোড়া সভা করেন তিনি।  বাঁকুড়ার তালড্যাংরার সভায় সিধু-কানহুকে শ্রদ্ধা জানিয়ে সভা শুরু করেন তিনি।  সেখান থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে রাজনাথ বঙ্গে বিজেপিকে জেতানোর আর্জি জানান । সভা থেকে তিনি সৌরভ গাঙ্গুলির প্রসঙ্গ টেনে বলেন, ‘খেলার মাঠে যেমন ছক্কা মারতেন সৌরভ, বঙ্গেও তেমন ছক্কা মারবে বিজেপি।’

বাংলার উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি বলেন,“বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের কাজের ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। বিধবা ভাতা ৩ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এবং আশাকর্মীদের বেতন বাড়িয়ে ৬ হাজার টাকা করা হবে” মৎস্যজীবীদের স্বার্থে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “প্রতিবছর ৬ হাজার টাকা পাবেন মৎস্যজীবীরা।” এদিন যুবকদের ভোট টানতে ‘স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি’ করার প্রতিশ্রুতি দেন প্রতিরক্ষা মন্ত্রী।
বৃহস্পতিবার বাঁকুড়ার সভা থেকে বাংলার কৃষকদের উদ্দেশে রাজনাথ আত্মবিশ্বাসের সুরে বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা ক্ষমতায় এলে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে বকেয়া টাকাও দিয়ে দেব। শুধু তাই নয় প্রতি বছর মোট ১০ হাজার টাকা করে প্রত্যেক কৃষক বন্ধু পাবেন।”

Advt

Previous articleদিনহাটাকাণ্ডে পুলিশ সুপারের নারকো টেস্টের দাবি বিজেপির
Next articleপ্রচারে গিয়ে বিক্ষোভের মুখে ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল