সংক্রমণ ঊর্ধ্বমুখী, ফের লকডাউনে বাংলাদেশ

আশঙ্কাটা ছিল। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার নেবে। ইতিমধ্যে বাংলাদেশে নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ।
প্রত্যেকদিনই বাড়ছে সংক্রমণের হার। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও।
এই অবস্থায় এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করল বাংলাদেশ। আগামী ৫ এপ্রিল থেকে ৭ দিনের জন্য লকডাউনের আওতায় বাংলাদেশ, ঘোষণা করল শেখ হাসিনা প্রশাসন।
কি কি খোলা থাকবে, আর কি বন্ধ থাকবে সে বিষয়ে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি সরকারের তরফে দেওয়া হয়েছে।
স্থগিত হয়েছে বাংলাদেশের সমস্ত নির্বাচন। ইংল্যান্ড-সহ পৃথিবীর ১২ দেশ থেকে পর্যটকদের প্রবেশেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। তা সত্ত্বেও পরিস্থিতি সংকটজনক হয়ে উঠছে। আর তা উঠতেই নতুন করে লকডাউন জারি করতে কার্যত বাধ্য হল হাসিনা সরকার।

Advt

Previous articleকরোনার হানা এবার নির্বাচন কমিশনে, আক্রান্ত পর্যবেক্ষকদের পাঠানো হলো আইসোলেশনে
Next articleচোটের কারনে আইপিএল থেকে ছিটকে গেলেন রিঙ্কু সিং