মাওবাদীদের হাতে বন্দি এক জওয়ান, ফেরানোর আর্জি নিয়ে মোদি-শাহকে স্ত্রীর চিঠি

ছত্তিসগড়ের (Chattisgarh) ভয়াবহ মাওবাদী হামলায় (maoist attack) ২২ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর সোমবার এক জওয়ানের পণবন্দি (hostage) থাকার খবর আসায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিন দুই স্থানীয় সাংবাদিকের কাছে মাওবাদী নেতার নাম করে রহস্যজনক ফোন আসে। সেখানে বলা হয়, সিআরপিএফ-এর কমান্ডোকে বন্দি করে রাখা হয়েছে। দুপক্ষের তুমুল গুলির লড়াইয়ের পর সেই কমান্ডোকে আটক করে নিয়ে গিয়েছে মাওবাদীরা। এই খবর আসার পরই ঘটনার সত্যতা যাচাইয়ের পাশাপাশি উদ্বেগ বেড়েছে প্রশাসনিক মহলে। নিখোঁজ জওয়ানের স্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি দিয়ে স্বামীকে ফিরিয়ে দেওয়ার কাতর আর্জি জানিয়েছেন।

আরও পড়ুন : জিতলেই ভোটারদের কাতার বিশ্বকাপের টিকিট দেবেন, প্রতিশ্রুতি দিলেন প্রার্থী

ছত্তিসগড়ে মাও হামলার পর প্রথমে ২৩ জন সিআরপিএফ জওয়ানের নিখোঁজের খবর মেলে। এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ২২ জন জওয়ানের দেহ। বাকি একজনের খোঁজ এখনও পাওয়া যায়নি। এরই মাঝে এদিন আসে রহস্যজনক ফোন। মাওবাদী ও আধাসেনার গুলির লড়াইয়ের পর ৪৮ কেটে গেলেও এক জওয়ান এখনও নিখোঁজ। স্থানীয় যে সাংবাদিকের কাছে ফোন আসে তিনি জানিয়েছেন, মাওবাদীরা জানিয়েছে তিনি সুস্থ ও নিরাপদ আছেন। তাঁকে কোনও আঘাত করা হয়নি। এই প্রসঙ্গে বিজাপুর প্রেস ক্লাবের প্রেসিডেন্ট গণেশ মিশ্র জানিয়েছেন, ফোনে মাওবাদীরা নিজেদের বিশদ পরিচয় না দিলেও জানিয়েছে সু-তিনদিনের মধ্যে আটক জওয়ানকে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু তাঁকে কী উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে অথবা ফোনকলটি সত্যিই মাওবাদীরা করেছিল কিনা তা জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। ওই কমান্ডোর স্ত্রী জানিয়েছেন, আমি প্রধানমন্ত্রী ও অমিত শাহকে অনুরোধ করেছি, তাঁকে যেন দ্রুত নিরাপদে ফিরিয়ে আনা হয়। শুক্রবার রাত সাড়ে নটায় শেষবার স্বামীর সঙ্গে কথা হয়েছে। সে আমায় জানিয়েছিল গুরুত্বপূর্ণ একটা অপারেশন ডিউটি আছে।

Advt

Previous articleভোটের মধ্যেই বিজেপিতে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন অর্জুন ঘনিষ্ঠ যুবনেতা প্রিয়াংশু
Next articleউত্তরবঙ্গে ভূমিকম্প, কেঁপে উঠল একাধিক জেলা