অসমে শুরু ৪০টি আসনে তৃতীয় দফার ভোটগ্রহণ

অসমে শুরু হল তৃতীয় তথা শেষ দফার নির্বাচন। ভোট হবে ১২টি জেলার ৪০টি আসনে। লড়াইয়ে রয়েছেন ২৯ জন বর্তমান বিধায়ক। তাঁদের মধ্যে ৯ জন বিজেপি ও ৮ জন কংগ্রেসের। তৃতীয় দফার ভোটে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, চন্দ্রমোহন পটোয়ারী, প্রমীলারানি ব্রহ্ম, সিদ্ধার্থ ভট্টাচার্য, ফণীভূষণ চৌধুরী, বিজেপি সভাপতি রণজিৎকুমার দাস, কোকরাঝাড়ের সাংসদ নব শরণীয়া, ভোজপুরি কুইন হিসেবে পরিচিত গায়িকা কল্পনা পটোয়ারী, অসম সাহিত্যসভার প্রাক্তন সভাপতি পরমানন্দ রাজবংশী।

অসমে তৃতীয় দফার নির্বাচন:-

• মোট ভোট ১২টি জেলায়
• মোট বিধানসভা কেন্দ্র: ৪০টি
• প্রার্থী: ৩৩৭ জন

আরও পড়ুন- শুরু হয়ে গেল তৃতীয় দফার নির্বাচন, সুষ্ঠু ভাবে ভোট সম্পূর্ণ করতে চায় নির্বাচন কমিশন 

Advt

Previous articleশুরু হয়ে গেল তৃতীয় দফার নির্বাচন, সুষ্ঠু ভাবে ভোট সম্পূর্ণ করতে চায় নির্বাচন কমিশন 
Next articleউলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ইভিএম মেশিন, এলাকায় বিক্ষোভ, সাসপেন্ড সেক্টর অফিসার