আমাদের গাফিলতির জন্যই আবার ফিরে এলো করোনা, বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

সংক্রমণ কমে গিয়ে আবার কেন বাড়ল? আবার কেন লকডাউনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হল? এর কারণ হিসেবে নিজেদের গাফিলতিকেই দায়ী করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন(Harsh Vardhan)। স্বাস্থ্যমন্ত্রী বললেন, দেশে করোনা সংক্রমণ কিছুটা কমতেই সাধারণ মানুষ কোভিড বিধি নিয়ে অনীহা দেখিয়েছেন। মাস্ক পরার ক্ষেত্রে গাফিলতি দেখিয়েছেন। আর সেই কারণেই দেশে ফের একবার করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।যদিও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলেই বিশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর । তবে সাধারণ মানুষ  যদি এখনও করোনা সংক্রমণ নিয়ে সাবধান না হন, তাহলে  ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে কিছু বলা সম্ভব নয়।” এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী। সাধারণ মানুষ যেন মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার মতো অতি সাধারণ স্বাস্থ্যবিধিগুলি অনুসরণ করে চলেন, সেই অনুরোধও করেন স্বাস্থ্যমন্ত্রী।

সংক্রমণ হার বেড়ে যাওয়ার পর গত চার সপ্তাহে গুজরাট, হিমাচল প্রদেশ, ছত্তিসগড় ও মহারাষ্ট্রে করোনা পরীক্ষার হার বৃদ্ধির প্রশংসা করলেও তিনি জানান, বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যে পরিমাণে পরীক্ষা করা সম্ভব, তা এখনও সম্পূর্ণরূপে ব্যবহার করা হচ্ছে না। সংক্রমণ রুখতে কেন্দ্রের তিন দাওয়াই- টেস্ট, ট্র্যাক ও কন্ট্যাক্ট ট্রেসের উপর জোর দেন তিনি।

Advt

 

 

Previous articleএবার “ক্যাপ্টেন কুল” ধোনির নামে চকোলেট! দেখুন কী বিশেষত্ব
Next articleমধ্যস্থতাকারীর নাম চাইল মাওবাদীরা, প্রকাশ্যে আটক জওয়ানের ছবি