ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত শীতলকুচি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। গেরুয়া শিবিরের দাবি, বেআইনিভাবে তৃণমূল এলাকায় প্রচার চালাচ্ছিল এরই প্রতিবাদ করাতেই তাদের কর্মীদের ওপর হামলা করা হয়। জানা গিয়েছে, এই ঘটনায় বিজেপির ৫ কর্মী আহত হয়েছেন। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি এলাকায় প্রচার করছিল বাধা দেওয়াতে তাদের ৩ কর্মীকে মারধর করেছে বিজেপি।

উল্লেখ্য, বুধবার কোচবিহারের শীতলকুচিতে প্রচার সেরে ফেরার পথে হামলার মুখে পড়েন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ কনভয়ে হামলা-বোমাবাজি-সহ একাধিক অভিযোগে বৃহস্পতিবার ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন-ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন শাহ, পুরনো কর্মীর বাড়িতে সারলেন মধ্যাহ্নভোজ

বিজেপি রাজ্য সভাপতির উপর হামলার ঘটনায় তৃণমূলকে হুঁশিয়ার দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর পাল্টা জবাব দেয় তৃণমূল কংগ্রেস।

Advt

Previous articleভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন শাহ, পুরনো কর্মীর বাড়িতে সারলেন মধ্যাহ্নভোজ
Next articleরেগে গেলেন রাহুল দ্রাবিড়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরাট কোহলির