চাপের মুখে উন্নাও-এর ধর্ষকের স্ত্রী’র প্রার্থীপদ খারিজ করলো বিজেপি

উত্তরপ্রদেশে উন্নাওয়ের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এখনও জেলহাজতে প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার। ওই রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ওই ধর্ষক-নেতার স্ত্রীকে ফতেপুর চৌরাসি আসন থেকে প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি।

এরপর দেশজুড়ে শুরু হয় সমালোচনা। প্রবল চাপ এবং বিরূপ মন্তব্যের ধাক্কায় শেষপর্যন্ত ওই ধর্ষকের স্ত্রী’র নাম প্রার্থী তালিকা থেকে বাতিল করল গেরুয়া শিবির।

আরও পড়ুন-ভয়াবহ আগুনে মৃত্যু ২ শিশুর, পুড়ে ছাই ১৫০ টি ঝুপড়ি

যোগীর রাজ্যে আসন্ন পঞ্চায়েত নিরবাচনে ফতেপুর চৌরাসি আসনে কুলদীপের স্ত্রী সঙ্গীতার নাম ঘোষণা করে বিজেপি। এরপর উন্নাওয়ের নির্যাতিতার পরিবারের তরফে হুমকি দেওয়া হয়, সঙ্গীতা ভোটে দাঁড়ালে তারা পাল্টা প্রচারে নামবে। একরকম চাপে পড়েই সঙ্গীতার নাম তুলে নেয় বিজেপি। কুলদীপ ও তার ভাই এখন জেলে। তবে ওই এলাকায় এখনও তাদের পরিবারের যথেষ্ট প্রভাব রয়েছে।

২০১৭ সালে উন্নওয়ের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় জেলে রয়েছে কুলদীপ। কুলদীপ একা নয়, এই মামলার দোষী সাব্যস্ত হয় কুলদীপের ভাই অতুল সেনগার এবং আরও ৬ জন। তারাও জেল খাটছে। ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠার পর কুলদীপকে বহিষ্কার করে বিজেপি। খারিজ হয় বিধায়ক পদও।

Advt

Previous articleঅমিত শাহের রোড শো-র পরে শান্তিপুরে কুণালের পাল্টা
Next articleতিন জনসভা সোমবার, বাকি চার দফায় চারবার রাজ্যে মোদি