প্রধানমন্ত্রী মোদির খাসতালুকে ছাত্র সংসদ নির্বাচনে হেরে ভূত এবিভিপি

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় কেন্দ্র। বিজেপির পোস্টারবয় যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। তা সত্ত্বেও বারাণসীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হেরে ভূত হয়ে গেল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। নির্বাচনের ফলে স্পষ্ট, বিজেপির বিরুদ্ধে কীভাবে ক্ষোভ তীব্র হচ্ছে নতুন প্রজন্মের।

উত্তরপ্রদেশের বারাণসীতে মোদির গড়ে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের (Sampurnanand Sanskrit University) ছাত্র সংসদ নির্বাচনে সবকটি আসন দখল করল কংগ্রেসের (congress) ছাত্র সংগঠন এনএসইউআই (nsui)। নির্বাচনে ধুয়েমুছে সাফ আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি (abvp)। প্রসঙ্গত, বারাণসী (varanasi) হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (narendra modi) সংসদীয় এলাকা। প্রধানমন্ত্রী এই লোকসভা আসনের সাংসদ।

আরও পড়ুন-অশান্তি এড়াতে পঞ্চম দফা নির্বাচনে ৮৫৩ কোম্পানি আধাসেনা নামাতে চলেছে কমিশন

এর আগে বারাণসীর মহাত্মা গান্ধী কৃষি বিদ্যাপীঠের ছাত্র সংসদ নির্বাচনেও জয়ী হয়েছিল কংগ্রেসের ছাত্র সংগঠন। সেই জয়ে ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। ওই নির্বাচনে আটটি আসনের মধ্যে ছটিতেই জয়ী হয়েছিল এনএসইউআই। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে জয়ের পর জেলা যুব কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ কুমার বলেছেন, বিজেপিকে মুখের উপর জবাব দিয়েছে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। তারা বিজেপি শাসনের অবসান চায়। সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপিকে হারিয়ে এনএসইউআই-এর কৃষ্ণমোহন শুক্লা ছাত্র সংসদের সভাপতির পদে জিতেছেন। সহসভাপতির পদে জিতেছেন অজিতকুমার চৌবে। সাধারণ সম্পাদকে পদে জিতেছেন শিবম চৌবে। পাঠাগার সম্পাদক পদে জিতেছেন আশুতোষ কুমার মিশ্র।

Advt

Previous articleপ্রচারে নিষেধাজ্ঞা: কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে ধরনায় বসতে চলেছেন মমতা
Next articleসভা চলাকালীন অজ্ঞান হয়ে গেলেন দিলীপের নিরাপত্তারক্ষী