Thursday, January 29, 2026

দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

বিজেপির রাজ্য সভাপতি (Dilip Ghosh) দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)তরফে নির্বাচন কমিশনে (election Commission)অভিযোগ জানানো হয়েছে। অভিযোগপত্রে আর্জি জানানো হয়েছে, শেষ চার দফা ভোটে দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হোক। একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে ফৌজদারি মামলার দায়ের করার আর্জিও জানানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাজ্যের শাসক দল অভিযোগ জানিয়েছে, দিলীপ ঘোষের মন্তব্য থেকেই স্পষ্ট, বিজেপি নেতাদের ক্রমাগত উস্কানিতেই কোচবিহারের শীতলকুচির মত গণহত্যার ঘটনা ঘটেছে। তৃণমূল দাবি করেছে, ‘শীতলকুচিতে নৃশংস, ঠান্ডা মাথায় চার নিরীহ মানুষকে হত্যার ঘটনায় নিন্দা করার পরিবর্তে বাকি নির্বাচনে একইরকম হিংসাত্মক ঘটনা ঘটানোর জন্য দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ দিয়েছেন দিলীপ ঘোষ। শুধু তাই নয় এই মন্তব্যের মাধ্যমে সাধারন, শান্তিপ্রিয় ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের। যদিও রাজ্যের শাসকদলের এই অভিযোগের প্রেক্ষিতে এখনও কমিশনের তরফে কিছু জানানো হয়নি বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, রবিবার নির্বাচনী প্রচারে গিয়ে ভোট দেওয়ার আবেদন জানাতে গিয়ে প্রকাশ্য জনসভায় দিলীপ ঘোষ বলেন, ‘আপনারা সকাল সকাল গিয়ে লাইন দিয়ে ভোট দিন। সেন্ট্রাল ফোর্স বুথে থাকবেই। কেউ গায়ের জোর দেখালে তো আমরা আছিই। আর বাড়াবাড়ি করলে দেখেছেন তো শীতলকুচিতে কী হল, ওরকম জায়গায়-জায়গায় শীতলকুচি হবে।’ বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পর ফের রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন শুরু হয়েছে।

 

spot_img

Related articles

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...