Tuesday, December 2, 2025

দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

বিজেপির রাজ্য সভাপতি (Dilip Ghosh) দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)তরফে নির্বাচন কমিশনে (election Commission)অভিযোগ জানানো হয়েছে। অভিযোগপত্রে আর্জি জানানো হয়েছে, শেষ চার দফা ভোটে দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হোক। একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে ফৌজদারি মামলার দায়ের করার আর্জিও জানানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাজ্যের শাসক দল অভিযোগ জানিয়েছে, দিলীপ ঘোষের মন্তব্য থেকেই স্পষ্ট, বিজেপি নেতাদের ক্রমাগত উস্কানিতেই কোচবিহারের শীতলকুচির মত গণহত্যার ঘটনা ঘটেছে। তৃণমূল দাবি করেছে, ‘শীতলকুচিতে নৃশংস, ঠান্ডা মাথায় চার নিরীহ মানুষকে হত্যার ঘটনায় নিন্দা করার পরিবর্তে বাকি নির্বাচনে একইরকম হিংসাত্মক ঘটনা ঘটানোর জন্য দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ দিয়েছেন দিলীপ ঘোষ। শুধু তাই নয় এই মন্তব্যের মাধ্যমে সাধারন, শান্তিপ্রিয় ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের। যদিও রাজ্যের শাসকদলের এই অভিযোগের প্রেক্ষিতে এখনও কমিশনের তরফে কিছু জানানো হয়নি বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, রবিবার নির্বাচনী প্রচারে গিয়ে ভোট দেওয়ার আবেদন জানাতে গিয়ে প্রকাশ্য জনসভায় দিলীপ ঘোষ বলেন, ‘আপনারা সকাল সকাল গিয়ে লাইন দিয়ে ভোট দিন। সেন্ট্রাল ফোর্স বুথে থাকবেই। কেউ গায়ের জোর দেখালে তো আমরা আছিই। আর বাড়াবাড়ি করলে দেখেছেন তো শীতলকুচিতে কী হল, ওরকম জায়গায়-জায়গায় শীতলকুচি হবে।’ বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পর ফের রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন শুরু হয়েছে।

 

spot_img

Related articles

SIR-আলোচনার দাবিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ, চাপের মুখে সায় বিজেপির!

সংসদের শীতকালীন অধিবেশনের(Winter Session) প্রথম দিন থেকেই উত্তাল দুই কক্ষ। বিরোধীদের প্রতিবাদ, ওয়েলে নেমে বিক্ষোভ, রাজ্যসভা থেকে ওয়াক...

ইডেনে শতরান করে নয়া ইতিহাস বৈভবের, প্রত্যাবর্তন হার্দিকের

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) শুরু থেকেই ব্যাট হাতে মন ভরাতে পারছিলেন না বৈভব সূ্র্যবংশী(Vaibhav Suryavanshi)।...

ভুল তথ্য জমা দেওয়ায় আরও ৩০১ চাকরি প্রার্থীর নাম বাতিল এসএসসির 

কেউ শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন, কেউ আবার ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ায় এবার কড়া পদক্ষেপ করল স্কুল...

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা পুলিশের

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prasanta Barman) আগাম জামিনের বিরোধিতা করল বিধাননগর পুলিশ কমিশনারেট...