শুক্রবার পাঞ্জাব কিংসের ( Punjab kings) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন চেন্নাই সুপার কিংস ( chennai super kings)অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি( mahendra singha dhoni)। এদিন সিএসকের জার্সি গায়ে ২০০ তম ম্যাচ খেলে ফেললেন তিনি। ২০০ তম ম্যাচ খেলতে নেমে নিজেকে বুড়ো মনে করছেন ক্যাপ্টেন কুল। ম্যাচ শেষে কেক কেটে ২০০ তম ম্যাচ খেলার সেলিব্রেশন করেন মাহি।

A treat to Thala on his 200th and icing on the cake for all of us! #Thala200 #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/ErkDrHewdZ
— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) April 17, 2021
এদিন সাংবাদিক সম্মেলনে মাহি বলেন, “বয়স হয়ে যাওয়ার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। লম্বা যাত্রাপথ কাটিয়ে এলাম। ২০০৮-এ সব শুরু হয়েছিল। শুধু ভারত নয়, অনেক জায়গায় খেলেছি। ”

শুক্রবার আইপিএলে প্রথম জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। পাঞ্জাব কিংসকে হারিয়েছে ৬ উইকেটে। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সের কথা বললেন ধোনি। তবে দিপক চাহারের চার উইকেট ম্যাচে যে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছে তা বলতে ভুললেন মাহি। তিনি বলেন,” গত কয়েক বছর ধরে চাহার ডেথ বোলার হিসেবে উন্নতি করেছে ঠিকই। কিন্তু বাকিদের থেকে বেশি উইকেটও নেয়।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোটর্স