অতিমারির রাশ টানতে ১০ টি দাওয়াই দিল নবান্ন

করোনা সংক্রমণের রাশ টানতে ১০ দফা দাওয়াই দিল নবান্ন। ভোটের আবহে দিনই বেড়েই চলেছে সংক্রমণ। শনিবার আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ হাজার ছাড়িয়েছে। রাজ্যের করোনা পরিস্থিতিতে শনিবার নবান্ন-র তরফে একটি অ্যাডভাইসারি জারি করা হয়েছে । যেখানে ফের ১০ দফা নির্দেশিকা পালনের কথা বলা হয়েছে। মাস্ক. দূরত্ববিধির পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিকে পুনরায় দফতরে হাজিরা কমানোর নির্পাদেশ দিয়েছে নবান্শান। বেসরকারি ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম চালু করার উপর জোর দেওয়া হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কী কী বিধি নিষেধ মেনে চলার কথা বলা হয়েছে।
১. জনসমক্ষে, বাসে-ট্রেনে মাস্কের ব্যবহার, পারস্পরিক দূরত্ববিধি, কোভিড সচেতনতা বিধি মেনে চলা কার্যকরী করতে হবে।

২. সরকারি-বেসরকারি কর্মক্ষেত্র, শিল্পাঞ্চল, বাণিজ্যিক বহুতলে সপ্তাহে অন্তত একবার সম্পূর্ণ স্যানিটাইজেশনের পরামর্শ।

৩. প্রতিটি বাজারের স্যানিটাইজেশন।

৪. বাজার, সরকারি-বেসরকারি পরিবহণের মত ভিড়বহুল এলাকায় মাস্ক, স্যানিটাইজেশন।

৫. দোকান-বাজার-ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভিড় এড়ানোর কথা বলা হয়েছে।

৬. সরকারি দফতরে ৫০ শতাংশের বেশি হাজিরা কোন‌ও ভাবেই নয়।

৭. বেসরকারি সংস্থাগুলিকে গত বছরের মতো ওয়ার্ক ফর্ম হোম, শিফট চালুর পরামর্শ।

৮. সব ধরনের কর্মক্ষেত্রে মাস্ক-সামাজিক দূরত্ববিধি বাধ্যতামূলক।

৯. প্রতিটি শপিং মল, মাল্টিপ্লেক্স, থিয়েটার, রেস্তোরাঁর প্রবেশ পথে থার্মাল স্ক্রিনিং, হ্যান্ড স্যানিটাইজার।

১০. নির্দেশিকা মেনে স্টেডিয়াম, সুইমিং পুলে প্রবেশ।

Advt

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleওয়ার্ক ফ্রম হোম, ৫০% হাজিরা, টাস্ক ফোর্স গঠন, নবান্নের নির্দেশে ভোট- জমায়েত বন্ধের নিদান নেই