সেফ হোমের পরিকাঠামো বাড়াতে তৎপর রাজ্য প্রশাসন

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক ভাবে বেড়েই চলেছে। কলকাতায় প্রতিদিন হাজারের উপরে মানুষ আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতি আঁচ করে হাসপাতালের বেড বাড়ানোর পাশাপাশি সেফ হোমের পরিকাঠামো বাড়াতে আরও তৎপর হলো রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতায় সেফ হোমের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানালেন বিদায়ী পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
পুরসভার তরফে জানানো হয়েছে, যাঁদের বাড়িতে থাকার আলাদা করে ব্যবস্থা নেই, সেই নাগরিকরা করোনা আক্রান্ত হলে সেফ হোমে থাকতে পারবেন। সেফ হোমে থাকা রোগীদের অবস্থার অবনতি হলে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ১০টি অ্যাম্বুল্যান্স রাখা হবে। নাগরিকদের সুবিধার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করার কথাও তিনি পুরসভাকে বলেছেন বলে জানান বিদায়ী পুরমন্ত্রী।
কোভিড রোগীদের হয়রানি কমাতে এই উদ্যোগ। কলকাতা পুরসভার অ্যাম্বুল্যান্সের জন্য নয়া ফোন নম্বর ৯৩৩০৯০৪৮০৯।
এই নম্বরে ফোন করলে মিলবে অ্যাম্বুল্যান্স।

Advt

Previous articleবাড়ছে করোনার প্রকোপ, ভোট গণনায় বাড়তি সতর্কতা কমিশনের
Next articleসংক্রমণ বৃদ্ধিতে ভয়াবহ হচ্ছে পরিস্থিতি, করোনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী: LIVE