Tuesday, December 23, 2025

‘বিহার পায়নি’, বাংলায় বিজেপির বিনামূল্যে ভ্যাকসিনকে ‘জুমলা’ কটাক্ষ ডেরেকের

Date:

Share post:

বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ঘোষণা করে দিয়েছেন আগামী ৫ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। বঙ্গে ভোটের বাজারে হালে পানি পেতে অবশেষে শুক্রবার বিজেপির তরফে ঘোষণা করে দেওয়া হলো এবার বাংলায় বিজেপি(BJP) ক্ষমতায় এলে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্যে শেষ দুই দফা নির্বাচনের আগে বিজেপির এহেন ঘোষণা রাজনৈতিক দিক থেকে যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। যদিও গেরুয়া শিবিরের এই ভ্যাকসিন প্রতিশ্রুতিকে সম্পূর্ণ ‘জুমলা’ বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। ভোটের আগে বিহারে বিজেপির তরফে এহেন মিথ্যাচার যে আগেও করা হয়েছিল সে কথা স্মরণ করিয়ে দিলেন ডেরেক।

দেশে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের জন্য সরাসরি নরেন্দ্র মোদির অদূরদর্শিতাকে দায়ী করেছে তৃণমূল। পাশাপাশি বৃহস্পতিবার তপনের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন আগামী ৫ মে থেকে বাংলায় সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর ভোটের বাজারে ভ্যাকসিন নিয়ে মাঠে নেমে পড়ে গেরুয়া শিবির। টুইট করে বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়, “পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিনামূল্যে সকলকে ভ্যাকসিন দেওয়া হবে।” তবে বিজেপির এই প্রতিশ্রুতিকে ভ্যাকসিন জুমলা কটাক্ষ করে বিহারের উদাহরণ টেনে পাল্টা টুইট করেন ডেরেক। তিনি বলেন, “শেষ দু’দফার নির্বাচনের আগে রাজ্যে ক্ষমতায় এলে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি। নির্বাচনের আগে ঠিক একই ঘোষণা বিহারে করা হয়েছিল। ভোট পার হওয়ার পর বিজেপি তা ভুলে গিয়েছে। এবার বাংলাতে ‘ভ্যাকসিন জুমলা’ করা হচ্ছে। বিজেপির এই ‘ভ্যাকসিন জুমলা’কে কোনভাবেই বিশ্বাস করবেন না।”

আরও পড়ুন:চির ঘুমের দেশে শ্রাবণ, শোকপ্রকাশ করলেন কুমার শানু-নাদিম-মাধুরী

অন্যদিকে, বিনামূল্যে ভ্যাকসিন তো বটেই ভ্যাকসিনের দামে বৈষম্যের ঘটনাকে উল্লেখ করে বৃহস্পতিবার বিজেপিকে আক্রমণ শানাতে ছাড়েননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এই কোভিডটা নরেন্দ্র মোদীর অবদান। ভ্যাকসিন লুকিয়ে রেখেছিলে। তাই মানুষ মারা যাচ্ছে।’ অভিযোগ করেন, দিল্লি যদি আগে থেকে ভ্যাকসিন দিত তবে এই কোভিডটা হত না। তিনি বলেন, ‘মোদীকে ভ্যাকসিন দিতে বলেছিলাম, পয়সা দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হল না। ৫ মে পর থেকে আমরা একদম বিনা পয়সায় বাকিদেরও ভ্যাকসিন দেব। এখনও দিচ্ছি।‘ ভ্যাকসিনের দাম সব জায়গায় সমান করার দাবি বার বার জানান তিনি।

Advt

spot_img

Related articles

বাংলাদেশে দীপু-খুনের প্রতিবাদে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান ঘিরে ধুন্ধুমার

বাংলাদেশে (Bangladesh) দীপু দাস (Dipu Das) খুনের প্রতিবাদের অজুহাতে কলকাতায় (Kolkata) মিছিলের নামে অশান্তি বাধানোর চেষ্টা হিন্দুত্ববাদী সংগঠনের।...

স্যোশাল মিডিয়ায় নিশার ‘চটুল’ রিল! বালিগঞ্জের প্রার্থী বদলের সিদ্ধান্ত হুমায়ুনের

স্যোশাল মিডিয়ায় (Social Media) গানের সঙ্গে চটুল রিল! নতুন দলের প্রার্থী নির্বাচন করার ২৪ ঘণ্টার মধ্যেই বদল করলেন...

বৈদিক মন্ত্রপাঠ থেকে ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা, শান্তিনিকেতনের শুরু পৌষমেলা

চিরাচরিত রীতি মেনে মঙ্গলের সকালে শান্তিনিকেতনের শুরু পৌষমেলা। রবীন্দ্র সংগীতের সুরে মুখরিত বিশ্বভারতী চত্বর (Visva Bharati University Campus)।...

চিংড়িঘাটা মেট্রো নিয়ে ‘ডেডলাইন’ হাই কোর্টের! ৩ রাত রাজ্যের দায়িত্বে ট্রাফিক নিয়ন্ত্রণ

দীর্ঘ প্রতীক্ষার অবসান! আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) কাজ। মঙ্গলবার কলকাতা হাই...