করোনা-বিধি না মানা প্রার্থীদের বিরুদ্ধে ১৩টি FIR কমিশনের

‘বেটার লেট দ্যান নেভার’ ! করোনা-যুদ্ধে এটাই নির্বাচন কমিশনের নীতি ৷

হাইকোর্টের ভর্ৎসনার পর করোনা-বিধি (Covid-19) না মানায় বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে ১৩টি FIR দায়ের করেছে কমিশন(Election Commission)৷ কমিশনের তরফে জানানো হয়েছে, ৩৩টি শো-কজ নোটিশও জারি করা হয়েছে। বলা হয়েছে, জবাব সন্তোষজনক না হলে এদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে৷ তবে ঠিক কোন কোন প্রার্থীর বিরুদ্ধে FIR হয়েছে, তা প্রকাশ্যে আনেনি নির্বাচন কমিশন৷

আরও পড়ুন-করোনা- চিকিৎসায় নতুন শস্ত্র ! ভারতে ছাড়পত্র পেল জাইডাস-এর Virafin

বৃহস্পতিবার রাতে ৫০০ জনের বেশি জমায়েতের সভা নিষিদ্ধ করেছে কমিশন। আর শুক্রবার বিধি না মানায় সরাসরি FIR করল কমিশন। শো-কজও করা হয়েছে। তবে এতে তেমন লাভ হয়নি৷ শুক্রবারও রাজ্যের একাধিক জায়গায় জমায়েত-বিধি লঙ্ঘন করেই প্রচার চালিয়েছেন নেতা তথা প্রার্থীরা। শুক্রবার পশ্চিম বর্ধমানের কুলটিতে সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে মানা হয়নি দূরত্ববিধি৷ দক্ষিণ দিনাজপুরে সভা করেন দিলীপ ঘোষ। সেখানেও বিধি-ভাঙ্গা ভিড় ছিলো৷
জানা গিয়েছে, হাইকোর্টের মন্তব্য নিয়ে শুক্রবার দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আধিকারিকদের বৈঠকে আলোচনা হয়। এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ভোট- কর্তাদের অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কমিশন। তার পরই এই পদক্ষেপ।
প্রসঙ্গত, কমিশনের নির্দেশের পর ভার্চুয়াল সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Advt

Previous articleস্বস্তির খবর, জার্মানি থেকে আসছে ২৩ টি ভ্রাম্যমান অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট
Next articleমোহনবাগানের প্রাক্তন অধিনায়ক প্রণব গঙ্গোপাধ্যায়ের জীবনাবসান