Monday, August 25, 2025

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়েছে গোটা দেশজুড়ে। যা গত বছরের থেকেও মারাত্মক আকার ধারণ করেছে। সংক্রমণে বিশ্ব রেকর্ড। বাজারে অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই। নেই পর্যাপ্ত ভ্যাকসিন। শুরু হয়েছে মৃত্যু মিছিল। শ্মশানের বাইরে লম্বা লাইন। নরেন্দ্র মোদির “আত্মনির্ভর ভারত”-এ মৃতদেহ সৎকারে শববাহী গাড়ি পর্যন্ত মিলছে না।

ঠিক এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ মোকাবিলায় এবার সম্পূর্ণ লকডাউনের (Lockdown) পথে হাঁটল গোয়া (Goa)। আগামীকাল, বৃহস্পতিবার থেকেই রাজ্যে লকডাউন শুরু হচ্ছে বলে জানিয়েছে গোয়া সরকার। ২৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধে থেকে ৩ মে সকাল অবধি এই লকডাউন জারি থাকবে। করোনা ঠেকাতে আপাতত এই চারদিন পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ, বুধবার গোয়ার মুখ্যমন্ত্রী (CM) প্রমোদ সাওয়ান্ত (Pramd Swayant) বলেন, “২৯ এপ্রিল সন্ধে সাতটা থেকে ৩ মে সকাল পর্যন্ত গোয়ায় লকডাউন জারি থাকবে। জরুরি পরিষেবা এবং শিল্পক্ষেত্রের কাজ চলবে। কিন্তু সমস্ত গণপরিবহন বন্ধ থাকবে। একইসঙ্গে এই চারদিন গোয়ার সমস্ত হোটেল, রেস্তোরাঁ, ক্যাসিনো, পাব বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা পরিবহনের জন্য সীমান্ত খোলা থাকবে।”

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় গোয়ায় দৈনিক সংক্রমণের সংখ্যা ২,১১০। মৃত্যু হয়েছে ৩১ জনের। এখনও পর্যন্ত গোয়ায় সর্বমোট আক্রান্ত ৮১,৯০৮। মোট মৃত ১,০৮৬। সুস্থ হয়েছেন ৬৪,২৩১। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ১৬,৫৯১।

অন্যদিকে, মারণ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র (Maharashtra) লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়েছে। সেখানে লকডাউনের মেয়াদ চলবে ১৫ মে পর্যন্ত। আজ, বুধবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, পুণে–সহ রাজ্যের বেশ কয়েকটি শহরে সোমবার থেকে বেড়েছে সংক্রমণের সংখ্যা। সেদিকে নজর রেখেই আরও ১৫ দিনের জন্য লকডাউন বিধি বলবৎ থাকবে রাজ্যজুড়ে।

আরও পড়ুন- আবার অভিনয়ের জগতে ফিরছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version