কোভিড রোগীদের সাহায্যার্থে এগিয়ে এলেন সদ্য করোনাজয়ী সোনু সুদ

সদ্য করোনা থেকে মুক্তি পেয়েছেন তিনি। মাত্র কয়েকদিন আগেই তাঁর রির্পোট নেগেটিভ এসেছে। তিনি সোনু সুদ ( Sonu sud)। একাধারে অভিনেতা, সমাজকর্মী এবং করোনা ব্র্যান্ড অ্যাম্বাসাডরও বটে। আর করোনামুক্ত হয়েই তিনি নেমে পড়েছেন নিজের কাজে। তাঁর ‘ফ্রি কোভিড হেল্প’ প্রকল্পের কথা তিনি সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন। ‘হিল ওয়েল ২৪’ এবং আরও একটি সংস্থার সঙ্গে যৌথভাবে এই ‘ফ্রি কোভিড হেল্প’ প্রকল্পের পরিষেবা দিতে চলেছেন সোনু।

কী আছে এই প্রকল্পে? এই প্রকল্পে সাধারণ মানুষ সম্পূর্ণ নিখরচায় কোভিড টেস্ট এবং অন লাইনে চিকিৎসার পরিষেবা পাবেন। ‘ফ্রি কোভিড হেল্প’-এর কথা শেয়ার করে সোনু লিখেছেন, “আপনি বিশ্রাম নিন, আমাকে টেস্টের হ্যাপা পোয়াতে দিন।” দেশজুড়ে এখন করোনা সংক্রমণ মাত্রা ছাড়িয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে দেশবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে। আর এই সময়েই সোনু নেমে পড়লেন পরিস্থিতি মোকাবিলার জন্য। একেবারে কোমর বেঁধে সোনু এবং তাঁর সংস্থা ‘সোনু সুদ ফাউন্ডেশন’ করোনা আক্রান্তদের জন্য কাজ করছেন। দৈনিক আক্রান্তদের সংখ্যা বাড়ছে। মৃত্যুর হারও অনেক বেশি। হাসপাতালে বেড সমস্যা নেই, অক্সিজেন নেই। মানুষ সত্যিই দিশেহারা। এই পরিস্থিতিতে কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে ‘ফ্রি কোভিড হেল্প’ লঞ্চ করলেন সোনু সুদ।

Advt

Previous articleনির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা কাজল সিনহার স্ত্রীর
Next articleএবার করোনা আক্রান্ত হলেন চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়