কোভিশিল্ডের পরে দাম কমল কোভ্যাকসিনের, রাজ্যকে কত দামে ভ্যাকসিন? জানাল ভারত বায়োটেক

কোভিশিল্ডের পরে দাম কমল কোভ্যাকসিনের (Covaxin)। টিকা (Vaccine) প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারকে ডোজ প্রতি ৬০০ টাকার পরিবর্তে ৪০০ টাকায় টিকা দেবে তারা। তবে, খোলা বাজারে অর্থাৎ বেসরকারি হাসপাতালকে প্রতি ডোজ ১২০০ টাকাতেই কিনতে হবে।

বুধবার, সেরাম ইনস্টিটিউটের তরফে ঘোষণা করা হয়, রাজ্য সরকারকে কোভিশিল্ড (Covishield) ৪০০ টাকার পরিবর্তে ৩০০ টাকায় দেবে তারা। তবে, খোলাবাজারে দাম একই থাকছে।

আরও পড়ুন:আত্মত্যাগ: করোনা আক্রান্ত নবীনকে বেড ছেড়ে বাড়িতে মৃত প্রবীণ আরএসএস সদস্য

ভ্যাকসিনের দুরকমের দামের বিরুদ্ধে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি বলেন, কেন কেন্দ্র ১৫০টাকায় পাবে, আর রাজ্যকে কিনতে হবে ৪০০ টাকায়? দামের বৈষম্য নিয়ে প্রশ্ন তোলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও (Arbind Kejriwal)। সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য টিকাকরণ শুরুর আগে দুই সংস্থার কাছে দাম কমানোর আর্জি জানায় কেন্দ্র। আদালত প্রশ্ন তোলে কীসের ভিত্তিতে দামের বৈষম্য করা হয়েছে?

Advt

Previous articleআত্মত্যাগ: করোনা আক্রান্ত নবীনকে বেড ছেড়ে বাড়িতে মৃত প্রবীণ আরএসএস সদস্য
Next articleবিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিতেই বঙ্গে শেষ ভোট অষ্টমী