কল্যাণ চৌবেকে ‘হেনস্থা’র অভিযোগ, তৃণমূলের মহিলা কাউন্সিলরকে মারধর করা হয়েছে, বললেন সাধন

মানিকতলার বুথে ব্যাপক উত্তেজনা। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। চলে গো ব্যাক স্লোগান। চৌবেকে ‘হেনস্থা’র অভিযোগও উঠেছে। অভিযোগ, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ধাক্কা দেওয়া হয়, চলে হাতাহাতি। চৌবে হাতে চোট পেয়েছেন বলে জানান।

বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূল দাবি করেছে, সেখানে ঝামেলা করতে এসেছেন বিজেপি প্রার্থী। কল্যাণ চৌবে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, এখানে ভোটগ্রহণ প্রক্রিয়া মন্থর করে দিয়েছে। অন্যদিকে, তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, তাঁকে নিগ্রহ করেছে বিজেপির লোকজন।

আরও পড়ুন-BJP প্রার্থীর গাড়ি ঘিরে অশান্তি শীতলকুচির ১২৬ নম্বর বুথে

এরপরে ঘটনাস্থলেই বসে পড়েন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী এবং কুইক রেসপন্স টিম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছন তৃণমূল প্রার্থী সাধন পান্ডে। তৃণমূল প্রার্থীর অভিযোগ, তৃণমূলের মহিলা কাউন্সিলরকে মারধর করা হয়েছে।

Advt

Previous articleনয়না বন্দ্যোপাধ্যায়কে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর
Next articleকরোনায় আক্রান্ত হয়ে জীবনাবসান প্রয়াত কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা দেবীর