করোনা রিপোর্টেও জালিয়াতি! কল্যাণীতে ধৃত ৩

প্রতীকী ছবি

অভিযোগ আসছিল বেশ কয়েক দিন ধরেই ।    , হাসপাতালে না গিয়ে ঘরে বসেই করোনা টেস্ট করিয়ে তার রিপোর্ট টাকার বিনিময় হাতে পেয়ে যাচ্ছিলেন অনেকেই । কিন্তু সেই রিপোর্ট আসল না নকল তা ধরার উপায় ছিল না। এমনকি কর্তৃপক্ষের সই জাল করে মোটা টাকার বিনিময়ে টেস্টের রিপোর্ট দেওয়া হচ্ছিল ।
এভাবেই করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির অভিযোগ উঠল কল্যাণী থানা এলাকার তিনজনের বিরুদ্ধে । ধৃতদের মধ্যে মৃত্যুঞ্জয় রাম একটি হাসপাতালে ডাটা এন্ট্রি অপারেটর এবং বাকি দু’জন মোনালিসা বিশ্বাস ও অরূপ দাস কাঁচরাপাড়ার একটি ল্যাবের কর্মচারী।
এক কথায় বলতে গেলে সরকারি হাসপাতালে এ যেন বেসরকারি পরিষেবা । এমনকি কর্তৃপক্ষের সই জাল করে মোটা টাকার বিনিময়ে টেস্টের রিপোর্ট দেওয়া হচ্ছিল ।
আপাতত তিনজনকেই শনাক্ত করেছে পুলিশ । যদিও এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ।

Advt

Previous articleপেটের টানে ভিক্ষাবৃত্তি সম্বল প্রবীণ অভিনেতার!
Next articleপরিস্থিতি মোকাবিলায় লকডাউনের মেয়াদ ফের বাড়াল কেজরিওয়াল সরকার