করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত সিপিএমের প্রাক্তন সাংসদ

করোনায় (covid) আক্রান্ত হয়ে মারা গেলেন সিপিএমের প্রাক্তন সাংসদ আবুল হাসনত খান (abul hasnat khan)। বয়স হয়েছিল ৭৪। তাঁর পরিবার সূত্রে খবর, করোনায় আক্রান্ত হওয়ার পর গত কুড়িদিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার রাতে মৃত্যু হয় প্রাক্তন সাংসদের।

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সিপিএম সাংসদ ছিলেন প্রয়াত আবুল হাসনাত খান। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে আবুলকে ওই আসনে পরাজিত করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। তার আগে দীর্ঘদিন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন আবুল হাসনাত খান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:শেষ ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুতে রেকর্ড রাজ্যের, সংখ্যা জানলে চমকে উঠবেন

Advt