মুখ্যমন্ত্রীর উপর হামলার হুমকি বিজেপি সাংসদের, রাজ্য প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক

কণাদ দাশগুপ্ত : “ভুলে যাবেন না, মুখ্যমন্ত্রীকেও দিল্লিতে আসতে হবে।”

ভয়ঙ্কর বার্তা ! দিল্লি গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূলের সাংসদ, বিধায়কদের উপর হামলার হুমকি দিলেন দিল্লির এক বিজেপি সাংসদ৷ এই হুমকি যে কথার কথা নয় তা বোঝাতে ওই সাংসদ বলেছেন, এই কথাগুলো হুঁশিয়ারি হিসাবেই মাথায় রাখতে হবে৷

এক টুইটে এই ভাষাতেই মুখ্যমন্ত্রী-সহ তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর কার্যত হামলার হুমকি দিয়েছেন দিল্লির বিজেপি সাংসদ পরবেশ সাহিব সিং ৷ ইনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার ছেলে৷ এই এখন দিল্লি-পশ্চিম কেন্দ্রের বিজেপি সাংসদ৷ কু-কথা বলা বা হুমকি দেওয়ার খ্যাতি ইনি অর্জন করেছেন দীর্ঘদিন আগেই৷

বিজেপি সাংসদের এই এই বার্তায় উৎসাহিত হয়ে দিল্লির বিজেপি কর্মী- সমর্থকরা এই ধরনের হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাজনৈতিক মহল৷ এর প্রতিক্রিয়ায় উত্তেজনার সৃষ্টি হতে বাংলাতেও৷

বাংলায় হিংসা ছড়ানো, হামলা, এমনকী প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগে বিজেপি’র এই সাংসদের বিরুদ্ধে ‘সুয়োমটো’ FIR করে, তাঁর বিরুদ্ধে এই মুহুর্তেই আইনি ব্যবস্থা নেওয়া উচিত কলকাতা পুলিশের৷ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবেরও৷

একুশের বাংলার নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপি’র৷ মোদি-শাহ ভোটপ্রচারে আওয়াজ তুলেছিলেন, ২০০ আসন নিয়ে বিজেপি এবার ক্ষমতায় এসে ‘সুনার’ বাংলা গড়বে৷ ভোটের ফলে দেখা গিয়েছে, বাংলার মানুষ মোদি বা শাহের এমন ইচ্ছাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে৷ ৭৭ আসনে এসে বিজেপির ‘ডবল-ইঞ্জিন’- বিকল হয়েছে৷ ওদিকে রাজনৈতিক মহলও সন্দেহ প্রকাশ করেছে, ওই ৭৭ আসন কতদিন টিঁকে থাকে সেটাই দেখার৷ কারন হিসাবে বলা হয়েছে, বিজেপির বেশ কয়েকজন সদ্য নির্বাচিত বিধায়ক ফলপ্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই দল বদল করার চেষ্টা শুরু করে দিয়েছেন৷ একাধিক বিধায়ক ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষস্তরের কয়েকজন নেতার কাছে মেসেজ পাঠিয়ে দল বদল করার ইচ্ছা প্রকাশ করেছেন৷ ফলে রাজ্য বিধানসভায় বেশদিন আর বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭ নাও থাকতে পারে বলেই বিজেপি’র অন্দরের আশঙ্কা ৷

কিন্তু এই পরাজয় এখনও মানতে পারছেনা বিজেপি৷ গেরুয়া নেতারা এমন ভাব দেখাচ্ছেন যেন তাঁরা গণনার আগেই ইভিএমে ঢুকে দেখে এসেছিলেন বিজেপির আসন ২০০ ছাড়াবে৷ তা হয়নি, ফলে তৃণমূল এবং তৃণমূলের নেতা-কর্মী, সাংসদ- বিধায়কদের উপর একটা বিজাতীয় আক্রোশ জন্মেছে বিজেপির৷

আর ওই আক্রোশের জেরেই এবার সরাসরি হুমকি দিয়ে বিজেপি সাংসদ পরবেশ সাহিব সিং টুইটে বলেছেন, “Remember, TMC MPs, Chief Minister, MLAs also have to come to Delhi, Consider this as a Warning.” রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূলের সাংসদ, বিধায়কদের দিল্লি আসতেই হবে৷ সাবধান করছি, মাথায় রাখুন, এই হুঁশিয়ারি৷

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে তৃণমূল এবং বিজেপি’র একাধিক কর্মীর মৃত্যুর খবর এসেছে। সেই ইস্যুতেই রাজ্যপালকে ফোন করে খবর নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী।

আর এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ পরবেশ সাহিব সিং। টুইটে তাঁর বার্তা, ‘ভুলে যাবেন না, মুখ্যমন্ত্রীকেও দিল্লিতে আসতে হবে।’ টুইটে তিনি অভিযোগ করেছেন, ‘তৃণমূলের ‘গুণ্ডাবাহিনী’ বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করছে। তৃণমূলের জয়ের পর এই ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন তিনি। এরপরই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘মনে রাখবেন, তৃণমূলের সাংসদ, মুখ্যমন্ত্রী বা বিধায়কদেরও দিল্লিতে আসতে হবে।’

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি এবং কলকাতার নগরপালের দ্রুত পদক্ষেপ প্রয়োজন৷ এই ধরনের হুমকি আইনের নজরে অপরাধ এবং আইনের নির্দিষ্ট ধারায় শাস্তিরও বিধান রয়েছে৷ প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালানোর হুমকি দেওয়ার মতো সাহস দেখিয়েছেন বিজেপির এক সাংসদ৷ তৃণমূল সাংসদ, বিধায়করা দিল্লি গেলে আক্রান্ত হবেন, এমন হুমকিও দিয়েছেন ওই পরবেশ সাহিব সিং৷ এর পরেও নীরব থাকা উচিত নয় রাজ্য প্রশাসনের৷

আরও পড়ুন:দিল্লির জন্য ৭০০ মেট্রিক টন অক্সিজেন নিশ্চিত করতেই হবে, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Advt

Previous articleকরোনা মোকাবিলায় ৫০ হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা রিজার্ভ ব্যাংকের
Next article‘এ যুগের ঝাঁসির রানি মমতা’, প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস নেতা