১) দেশে ফিরলেন জনি ব্রেস্টো, জস বার্টলার, মইন আলি, জেসন রয়রা। বুধবার সকালেই ইংল্যান্ডে পৌছন তাঁরা।

২) করোনা কারণে দেশের মাটিতে আইপিএল বন্ধ হয়ে গেলেও, টি-২০ বিশ্বকাপ নিয়ে আশাবাদী বিসিসিআই।

৩) দেশে করোনার ভয়াবহ রূপ দেখে উদ্বেগ প্রকাশ করলেন সুরেশ রায়না। এত অসহায় অবস্থা আগে কোনওদিন দেখেননি বলে জানান সিএসকের এই ক্রিকেটার।

৪) বিসিসিআইয়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী বন্দনা শাহ। বম্বে হাইকোর্টে ১০০০ কোটি টাকার জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি।

৫) এবার করোনা আক্রান্ত হলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি। এদিন তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন
