হেরেও কান্তির মুখে মমতার প্রশংসা!

তন্ময় ভট্টাচার্যের পর কান্তি গাঙ্গুলি। আরও এক পরাজিত সিপিএম প্রার্থী বিজেপিকে রুখতে বামেদের ভুল নীতিকে কাঠগড়ায় তুলে মানুষের রায় সসম্মানে মেনে নেওয়ার পরামর্শ দিলেন।

আরও পড়ুন:কোচবিহারে গুণ্ডামি বেশি হচ্ছে: ভোট-পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

রায়দিঘি বিধানসভা কেন্দ্রে হেরেও অকপটে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন সিপিএম নেতা ও বাম জমানার মন্ত্রী কান্তি গাঙ্গুলি (kanti ganguly)। তাঁর সাফ কথা, বিজেপি যে বাংলায় ভয়ঙ্কর সাম্প্রদায়িক বিভাজন করতে চেয়েছিল তা রুখে দিয়েছেন মমতা। এক্ষেত্রে মানুষ তাঁকেই ভরসা করেছেন, বামেদের করেননি। বিজেপির মত একটা বিভাজনের শক্তিকে বাংলায় আসতে না দেওয়ার জন্য মমতার অভিনন্দন প্রাপ্য। আমি নিজে হারলেও বিজেপিকে পরাস্ত করার জন্য তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি। বাস্তব সত্যটা স্বীকার করে নেওয়াই ভাল। আইএসএফের মত মুসলিম মৌলবাদী সংগঠনের সঙ্গে জোট করা নিয়ে নিজের অসন্তোষ চেপে রাখেননি প্রবীণ সিপিএম নেতা। বলেছেন, আত্মসমালোচনা করা দরকার সেইসব নেতাদের, যারা নীতি ঠিক করেছেন। কেন আমাদের এই বিপর্যয় হল তা খোলা মনে বিশ্লেষণ করতে হবে। গোল গোল বিবৃতি দিলে হবে না। হারের দায় স্বীকার করে নেওয়া উচিত। বছরভর রায়দিঘির মানুষের বিপদে আপদে, দুর্যোগে পাশে থাকলেও নির্বাচনী ময়দানে হার হয়েছে কান্তির। ব্যক্তিগত দুঃখ চেপে রেখে তিনি দলের ভুল নীতিকে দায়ী করার পাশাপাশি বলছেন, এবারের নির্বাচনটা ছিল সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাংলাকে বাঁচানোর লড়াই। এই লড়াই জেতার জন্য মানুষ কেন বামেদের উপযুক্ত বিকল্প মনে করলেন না, সেই আত্মানুসন্ধান জরুরি। এদিক ওদিক কারণ খুঁজে লাভ নেই। সাম্প্রদায়িক বিজেপির হাতে যে বাংলা চলে যায়নি সেজন্য মমতাকে অভিনন্দন জানাই।

Advt

Previous articleকোচবিহারে গুণ্ডামি বেশি হচ্ছে: ভোট-পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next articleভোট-পরবর্তী হিংসা: বিজেপির প্রকাশিত মৃতের তালিকায় নিজেকে দেখে তাজ্জব সাংবাদিক