ইংল‍্যান্ড যাওয়ার আগে ভ‍্যাকসিন নেবেন কোহলিরা, টিকা নেওয়ার ছবি শেয়ার ধাওয়ানের

ইংল‍্যান্ড( england) সফরে যাওয়ার আগে করোনার টিকা ( corona vaccine )নেবেন ভারতীয় ক্রিকেটাররা( indian cricket team)। তবে এক্ষেত্রে কোভ‍্যাকসিন নয়, কোভিশিল্ড নেবেন বিরাট( virat kohli), রোহিতরা(rohit sharma)। এমনটা জানান হয়েছে বোর্ডের( bcci) তরফ থেকে। গতকালই করোনার টিকা নেন শিখর ধাওয়ান( shikhar dhawan)।

ঠিক ছিল আইপিএলের মাঝেই টিকা দেওয়া হব ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু আইপিএল বন্ধ হয়ে যাওয়ায়, এ বার স্থানীয় হাসপাতালে গিয়ে টিকা নিতে হবে বিরাটদের।

বোর্ডের এক কর্তা বলেন, ” ক্রিকেটারদের কোভিশিল্ড নিতে বলা হচ্ছে। কারণ এটি অ্যাস্ট্রাজেনেকার টিকা, যেটি ইংল্যান্ডের কোম্পানি। ফলে ইংল্যান্ডে গিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবে ক্রিকেটাররা। এখানে অন্য কোনও টিকা নিলে সেটা কোনও কাজেই লাগবে না।”

বিসিসিআই সূত্রে বলা হয়েছে, ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে কোহলিদের পক্ষে দ্বিতীয় ডোজ নেওয়া সম্বব নয়। তাই বিদেশে গিয়ে যাতে দ্বিতীয় ডোজ পান কোহলিরা, সেই চেষ্টা করছে বিসিসিআই।

আরও পড়ুন:সুশীলের খোঁজে দিল্লি পুলিশ

Advt

Previous articleঅসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়, ভর্তি হাসপাতালে
Next articleকরােনার চিকিৎসায় ১০ হাজার ভায়াল রেমডেসিভির পাঠালাে বাংলাদেশ