Saturday, December 20, 2025

করোনা পরিস্থিতি জানতে ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দেশজুড়ে করোনা ( covid situation)পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। তাই দেশের প্রতিটি অঙ্গরাজ্যের করোনা সংক্রমনের খবরা-খবর নিতে প্রধানমন্ত্রী (prime minister Narendra Modi)নিজেই ফোন করছেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের। শনিবার অর্থাৎ আজ আরও তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (chief minister of Maharashtra Uddhav Thackeray), মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (chief minister of Madhya Pradesh Shivraj Singh Chauhan) এবং হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের(Chief minister of Himachal Pradesh Jairam Thakur) সঙ্গে কথা বলেন মোদি। ওই তিন রাজ্যের করোনা পরিস্থিতির কথা জানতে চান তিনি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, এই নিয়ে গত তিনদিনে প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে দেশের ১০ রাজ্যের মুখ্যমন্ত্রী ও দুই লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা বলেছেন।

নিজের রাজ্যে ভ্যাকসিনেশনের জন্য পৃথক অ্যাপ তৈরির অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গত কয়েকদিন ধরে সেখানে কো উইন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনে সমস্যা হচ্ছে। এই সমস্যা নিয়ে আজ মোদি-উদ্ধব কথা হয় বলে জানা গিয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ট্যুইট করে জানিয়েছেন, একসঙ্গে প্রধান মন্ত্রীর ফোনে কথা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে রাজ্যে সংক্রমণের হার কমা ও দ্রুত সুস্থ মানুষের সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি করোনা মোকাবিলায় জনতা কার্ফু লাগু সহ একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে করোনার বিরূদ্ধে লড়াইয়ে মধ্যপ্রদেশ সরকারের প্রচেষ্টায় কেন্দ্র সন্তোষ প্রকাশ করেছেন। কেন্দ্রের তরফে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...