Friday, August 22, 2025

করোনা পরিস্থিতি জানতে ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দেশজুড়ে করোনা ( covid situation)পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। তাই দেশের প্রতিটি অঙ্গরাজ্যের করোনা সংক্রমনের খবরা-খবর নিতে প্রধানমন্ত্রী (prime minister Narendra Modi)নিজেই ফোন করছেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের। শনিবার অর্থাৎ আজ আরও তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (chief minister of Maharashtra Uddhav Thackeray), মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (chief minister of Madhya Pradesh Shivraj Singh Chauhan) এবং হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের(Chief minister of Himachal Pradesh Jairam Thakur) সঙ্গে কথা বলেন মোদি। ওই তিন রাজ্যের করোনা পরিস্থিতির কথা জানতে চান তিনি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, এই নিয়ে গত তিনদিনে প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে দেশের ১০ রাজ্যের মুখ্যমন্ত্রী ও দুই লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা বলেছেন।

নিজের রাজ্যে ভ্যাকসিনেশনের জন্য পৃথক অ্যাপ তৈরির অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গত কয়েকদিন ধরে সেখানে কো উইন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনে সমস্যা হচ্ছে। এই সমস্যা নিয়ে আজ মোদি-উদ্ধব কথা হয় বলে জানা গিয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ট্যুইট করে জানিয়েছেন, একসঙ্গে প্রধান মন্ত্রীর ফোনে কথা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে রাজ্যে সংক্রমণের হার কমা ও দ্রুত সুস্থ মানুষের সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি করোনা মোকাবিলায় জনতা কার্ফু লাগু সহ একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে করোনার বিরূদ্ধে লড়াইয়ে মধ্যপ্রদেশ সরকারের প্রচেষ্টায় কেন্দ্র সন্তোষ প্রকাশ করেছেন। কেন্দ্রের তরফে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...