পূর্ণমন্ত্রী হিসেবে আস্থা পুরনো মুখেই, বাদ পড়লেন মদন-নির্মল-তপন

তৃতীয়বার ল্যান্ডস্লাইড ভিকট্রি তৃণমূল কংগ্রেসের। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে বুধবারই শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার শপথ নেবেন মন্ত্রীরা।

রাজভবনে এবার ৪৩ জন মন্ত্রীর তালিকা জমা পড়েছে। এর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী। ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর। তালিকায় পুরনো মন্ত্রীদের পাশাপাশিই এবার রয়েছেন ১৭ জন নতুন মুখ। তবে পূর্ণমন্ত্রী হিসেবে পুরনোদের ওপরই আস্থা রাখছেন মমতা। এদিকে নির্বাচনে প্রার্থী না হলেও মন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mirta)। তবে, কামারহাটি থেকে জয়ী হলেও তালিকায় নাম নেই প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্রর (Madan Mirta)। বাদ পড়েছেন গত মন্ত্রিসভার সদস্য তাপস রায়, তপন দাশগুপ্ত ও নির্মল মাজি।

আরও পড়ুন- ভারতে কবে শেষ হবে করোনার দ্বিতীয় ঢেউ, কী বলছেন গবেষকরা

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, টলিউড থেকে বেশ কয়েকজন এবার ভোটে জিতে বিধায়ক হলেও, মন্ত্রিসভায় তাঁদের কারোরই এখনও পর্যন্ত ঠাঁই হয়নি। জল্পনা ছিল লাভলী মৈত্র এবং রাজ চক্রবর্তী এই দুজনকে নিয়ে তবে যে তালিকা রাজভবনে গেছে সেই তালিকায় তাদের নাম নেই।

অসুস্থ থাকায় অমিত মিত্র এবং ব্রাত্য বসু- এঁরা দুজনেই ভার্চুয়ালি শপথ গ্রহণ করবেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন- ভারতে ‘করোনা বিস্ফোরণের’ কারণ ব্যাখ্যা করলেন হু-এর প্রধান বিজ্ঞানী সৌম্যা

Advt

Previous articleভারতে ‘করোনা বিস্ফোরণের’ কারণ ব্যাখ্যা করলেন হু-এর প্রধান বিজ্ঞানী সৌম্যা
Next articleযেসব সরকারি পদে এখনও নিয়োগ বাকি