‘টিকা উৎসব চলছে, অথচ টিকার দেখা নেই’, মোদিকে তোপ প্রিয়াঙ্কার

মারণ করোনাভাইরাস(coronavirus) ভয়াবহ আকার নিয়েছে দেশে। করোনার বিরুদ্ধে লড়তে গেলে উপায় একমাত্র টিকাকরণ। অথচ দেশজুড়ে ভ্যাকসিন সংকট ভয়াবহ আকার নিয়েছে। এই ইস্যুতেই এবার কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi) সরাসরি নিশানা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। টুইটে তিনি লেখেন “পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী দেশ ভারত। বিজেপি সরকার গত ১২ এপ্রিল সারাদেশে টিকা উৎসবের ঘোষণা করে দিয়েছেন, কিন্তু ভ্যাকসিনের কোনওরকম ব্যবস্থা করেননি। বিগত ৩০ দিনে দেশে টিকাকরণের ৮২% পতন ঘটেছে। ”

এদিন টুইটারে কড়া ভাষায় মোদিকে আক্রমণ শানিয়ে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, “মোদিজি ভ্যাকসিন ফ্যাক্টরিতে গেলেন, ফটোসেশনও করলেন, কিন্তু ওনার সরকার ভ্যাকসিনের প্রথম অর্ডার দিলেন অনেক দেরিতে। কেন ২০২১-এর জানুয়ারিতে ভ্যাকসিনের অর্ডার দিল সরকার? কেন এত দেরি? আমেরিকা ও অন্যান্য দেশ ভারতের ভ্যাকসিন কোম্পানিকে অনেক আগে অর্ডার দিয়ে রেখেছিল। এর দায় কে নেবে?” পাশাপাশি মোদি সরকারকে প্রিয়াঙ্কা গান্ধী স্মরণ করিয়ে দেন, “বাড়ি-বাড়ি ভ্যাকসিন পৌঁছে দেওয়া ছাড়া করোনার বিরুদ্ধে লড়াই করা অসম্ভব।”

Advt

Previous articleদ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে বিভ্রান্তি দূর করতে উদ্যোগী হল নবান্ন
Next articleকরোনা সংক্রমণের পর এবার মহারাষ্ট্রের নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস