র‍্যাপিড টেস্ট শুরু টলিপাড়ার টেকনিশিয়ানদের

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। এ রাজ্যেও বাড়ছে সংক্রমণের সংখ্যা । করোনা আক্রান্ত হয়েছেন টলি পাড়ার একাধিক তারকা থেকে কলাকুশলী। শুটিং ফ্লোরে নানা সতর্কতা বিধি মেনে চলা হচ্ছে ।তবু কিছুতেই টলি পাড়ায় কমানো যাচ্ছে না করোনার সংক্রমণ।

ভারতলক্ষ্মী স্টুডিওতে শুরু হয়েছে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (Rapid Antigen Test)। শিল্পী এবং কলাকুশলীদের সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে করোনা পরীক্ষা। এই উদ্যোগ গ্রহণ করেছেন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স (Federation of cine technicians and workers)। এই সংস্থার সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, টানা ১৮ দিন ধরে চলবে এই পরীক্ষা। তারপর তাদের টিকা দেওয়া হবে।

আরও পড়ুন- আব্বাস সিদ্দিকি ব্যাগ গুছিয়ে রেখেছেন তো? কটাক্ষের প্রশ্ন ত্বহার

Advt

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleইপিএল চ‍্যাম্পিয়ন ম‍্যাঞ্চেস্টার সিটি