ত্রিপুরায় কোভিড কেয়ার সেন্টার থেকে উধাও ২৫ জন করোনা রোগী

ত্রিপুরায় কোভিড কেয়ার সেন্টার থেকে উধাও ২৫ জন করোনা আক্রান্ত রোগী ৷ তাদের মধ্যে ৭ জনকে কাছের রেল স্টেশন থেকে আটক করা হয়েছে । বাকিদের কোনও খোঁজ মেলেনি ৷ জানা গিয়েছে, গতকাল রাত ১টা নাগাদ ত্রিপুরার ধালাই জেলার আম্বাসার কোভিড সেন্টারে ঘটনাটি ঘটেছে ৷ কোভিড কেয়ার সেন্টারের নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে তারা পালিয়েছে বলে অভিযোগ ৷
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , গত ৭ মে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬২ জন পরিযায়ী শ্রমিক ট্রেনে আম্বাসা পৌঁছায় ৷ তাঁদের সবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ এর পরেই তাঁদের চিকিৎসার জন্য পিআরটিআই বিল্ডিংয়ে রাখা হয় ৷ অভিযোগ সোমবার গভীর রাতে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে হাসপাতালের লোহার গেট ভেঙে তাঁদের মধ্যে ২৫ জন পালিয়ে যায় ৷ বিষয়টি আজ সকালে কর্তৃপক্ষের নজরে আসে ৷ সকালের খাবার দিতে গিয়ে বিষয়টি নজরে আসে ৷ এর পরেই শোরগোল পড়ে যায় ৷
চিকিৎসকদের খবর পেয়ে পুলিশ ও সিভিল সার্ভিসের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান ৷ ত্রিপুরার মুখমন্ত্রী বিপ্লব দেব ঘটনাস্থল পরিদর্শনে যান ৷ কীভাবে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে করোনা আক্রান্তরা বিল্ডিংয়ের বাইরে এলো, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷

Advt

Previous articleগঙ্গায় ভাসছে প্রায় ১০০ মৃতদেহ, বিহার-উত্তরপ্রদেশের ঘটনায় নড়েচড়ে বসল কেন্দ্র
Next articleকরোনার ‘ভারতীয় ভাইব্রান্ট’ সবচেয়ে ভয়ঙ্কর, জানাল হু