আউটলুকের প্রচ্ছদ: ৭ বছর বয়সী “নিখোঁজ” সরকারকে গরুখোঁজা খুঁজছে ভারতবাসী!

বয়স ৭ বছর। নাম, ভারত সরকার। মুশকিল হল, অনেকদিন ধরে সে নিখোঁজ। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ তার খোঁজ পান, দয়া করে তার খবর ভারতবাসীকে জানান। করোনা বিধ্বস্ত ভারতে ব্যঙ্গ- রসিকতার মোড়কে এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় নিখোঁজ অনুসন্ধানের বিজ্ঞপ্তি। যেটি দিয়েছেন এদেশের তামাম বিরোধী নেতারা। সৌজন্যে, আউটলুক পত্রিকা।

আরও পড়ুন-ফের একবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হলেন রমেশ পাওয়ার

সত্যিই তো, কোথায় তাঁরা? সেই সর্বেসর্বা জুটি? নরেন্দ্র মোদি আর অমিত শাহ? সেই যে ‘সোনার বাংলা’ গড়ার হুঙ্কার ছেড়ে গত কুড়ি দিন আগে তাঁরা অদৃশ্য হলেন, তারপর থেকে কোথাও খোঁজ নেই তাঁদের। গঙ্গায় শয়ে শয়ে লাশ ভেসে যাচ্ছে, কোথাও করোনা আক্রান্তের দেহ সৎকারের জায়গা না পেয়ে বালিতে দেহ গুঁজে দেওয়া হচ্ছে, অক্সিজেন, টিকা, ওষুধের আকাল। চতুর্দিকে অরাজক পরিস্থিতি! গত মার্চ পর্যন্তও যাঁরা বলছিলেন দেশ করোনাযুদ্ধ জয় করে ফেলেছে, আজ করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটায় তাঁরা সব হাওয়া! গত বছর যে প্রধানমন্ত্রী দফায় দফায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, এই দুর্দিনে তিনি নীরব, নিখোঁজ। দেশের জায়গায় জায়গায় তাই মোদি-শাহের নামে মিসিং ডায়েরি হচ্ছে, এই দুঃসময়ে যদি কেউ তাঁদের খোঁজ দিতে পারেন! ভারতের নাগরিকরা তাঁদের গরু খোঁজা খুঁজছে যে!

রসিকতার আড়ালে এ এক নিষ্ঠুর বাস্তব।

Advt

Previous articleকরোনা-মুক্ত হওয়ার কতদিন পর টিকা নেওয়া উচিত? এবং কেন?
Next articleকরোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে মুকুল রায়, স্ত্রী নার্সিংহোমে চিকিৎসাধীন