দরকার আপাতত ২ কোটি, এলো মাত্র ৭৫ হাজার ভ্যাক্সিন

দরকার অন্তত ২ কোটি। এসে পৌঁছল মাত্র ৭৫ হাজার। শনিবার সকালে রাজ্যে এলো মাত্র ৭৫ হাজার কোভ্যাক্সিন। শনিবার সকাল আটটা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে হায়দরাবাদের ভারত বায়োটেক থেকে দমদম বিমানবন্দরে এসে পৌঁছায় কোভ্যাক্সিন। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের উপস্থিতিতে বিমানবন্দর থেকে বাগবাজার সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে নিয়ে যাওয়া হয় ভ্যাক্সিন।

ইতিমধ্যে ভ্যাক্সিন নিয়ে কেন্দ্রীয় সরকারকে অধিকাংশ রাজ্য সরকার দুষছে। দেশে ভ্যাক্সিন নীতি নেই। ভ্যাক্সিন সঙ্কট। অক্সিজেন সঙ্কট। হাসপাতালে বেড নেই। এই অবস্থায় রাজ্যের দাবি ছিল আপাতত ২ কোট ভ্যাক্সিন। সেখানে সব মিলিয়ে বিগত এক সপ্তাহে সর্বসাকুল্যে ভ্যাক্সিন এসেছে ১৪ লাখের মতো।

Advt

Previous articleভ্যাকসিন বন্টনে বৈষম্য কেন্দ্রের, ‘লাস্ট বয়’ যোগীকে ১১ লক্ষ অথচ বাংলার ভাঁড়ার খালি
Next articleদেশজুড়ে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, সামান্য কমলো মৃত্যুর সংখ্যাও