নজিরবিহীন, নিজাম প্যালেসে সিবিআই দফতরে মুখ্যমন্ত্রী 

নজিরবিহীন। গ্রেফতার হওয়া ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রদের দেখতে চলে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ৯টায় গ্রেফতারের পর সকাল ১০.৪০ মিনিটে মুখ্যমন্ত্রী চলে আসেন নিজাম প্যালেসে। নিরাপত্তা কর্মীদের নিচে রেখে মুখ্যমন্ত্রী লিফটে চড়ে ১৫তলায় উঠে যান। এর আগে চেতলায় ফিরহাদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে আসেন।

কিন্তু গ্রেফতার হওয়া ব্যক্তিদের সঙ্গে কী মুখ্যমন্ত্রী দেখা করতে পারবেন? আইন অনুযায়ী দেখা করার অনুমতি নেই। দেখা করতে দেওয়া হোক বা না হোক, মুখ্যমন্ত্রী সিবিআই দফতরে চলে আসায় তদন্তকারী সংস্থার উপর চাপ বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। শেষ পর্যন্ত তদন্তের সঙ্গে রাজনৈতিক চাপান-উতোর কোথায় গিয়ে পৌঁছায়, সেটাই দেখার।

Previous articleহাত বাড়ালেই সাহায্য, বিনামূল্যে ফুড জংশন তৃণমূলের
Next articleফের ভাড়া বাড়ানোর দাবি বাস ও মিনিবাস মালিক সংগঠনের