করোনা সংকটের মধ্যেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হল কেদারনাথ মন্দির

দেশ জুড়ে প্রবল করোনা ( corona pandemic) সংকটের মধ্যেই খুলে দেওয়া হলো কেদারনাথ মন্দির (Kedarnath temple)। যদিও উত্তরাখণ্ড সরকার(Uttrakhand government) জানিয়ে দিয়েছে কোভিড বিধি সম্পূর্ণভাবে মেনেই এখানে পুজো -আচার চলবে। তবে ইতিমধ্যেই উত্তরাখণ্ড সরকারের এই সিদ্ধান্তে প্রবল সমালোচনার ঝড় উঠেছে । কোভিড বিধি নিষেধের তোয়াক্কা না করে উত্তর প্রদেশ সরকার কুম্ভ মেলার আয়োজন করেছিল। সেখান থেকে সংক্রমণ বহুগুণ ছড়িয়েছে বলে দাবি বিরোধীদের। সেইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ভারতের ধর্মীয় সমাবেশকে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করেছে। আর এই পরিস্থিতিতে ফের ফের কেদারনাথ মন্দির খুলে যাওয়ার প্রবল সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র।

মন্দির সূত্রে জানা গিয়েছে, সোমবার পবিত্র নক্ষত্রযোগ মেনে খুলে দেওয়া হয়েছে কেদারনাথ মন্দিরের মূল ফটক (Kedarnath temple)। ১৭ মে , সোমবার ভোর পাঁচটায় খোলা হয়েছে মন্দিরের দরজা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী (Tirath Singh Rawat) টুইট করে মন্দির খোলার খবরটি জানিয়েছেন। মন্দিরের তরফে জানানো হয়েছে করোনা সুরক্ষা বিধি মেনে এবার থেকে পুজো করা যাবে কেদারনাথ মন্দিরে। এদিন ১৭ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল মন্দির প্রাঙ্গণ। আরও জানা গিয়েছে, প্রথম পুজো দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। এর আগে ১৬ নভেম্বর বন্ধ করে দেওয়া হয়েছিল কেদারনাথ মন্দিরের দরজা।

Previous articleপোস্টার কাণ্ডে গ্রেফতারি নিয়ে এবার সুপ্রিম কোর্টে পাল্টা মামলা দায়ের হল
Next articleভারতে শুরু ‘স্পুটনিক ভি’ টিকাকরণ, ৬০টি কেন্দ্র থেকে দেওয়া হবে এই টিকা