পোস্টার কাণ্ডে গ্রেফতারি নিয়ে এবার সুপ্রিম কোর্টে পাল্টা মামলা দায়ের হল

পোস্টার কাণ্ডে ( postering against Narendra Modi) গ্রেফতারি (arrest) নিয়ে এবার সুপ্রিম কোর্টে পাল্টা মামলা দায়ের হল। সম্প্রতি রাজধানী নয়াদিল্লির ( New Delhi) বিভিন্ন এলাকা জুড়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার পড়েছিল। সেখানে লেখা হয়েছিল ‘প্রধানমন্ত্রী আমাদের ছেলেমেয়েদের ভ্যাকসিন কেন বিদেশে পাঠালেন?’ আর তারপরই দিল্লি থেকে প্রায় ২৪ জন গ্রেফতার হয়েছেন। এ ছাড়াও আরো বহুজনের নামে এফআইআর দায়ের হয়েছে। এ বার সেই এফআইআরগুলি বাতিলের দাবিতে পাল্টা আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে (Supreme Court)। প্রদীপ কুমার নামে জনৈক ব্যক্তি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে আবেদন জানিয়েছেন, মানুষের বাক স্বাধীনতা আটকানো যাবে না। তাই সবকটি এফআইআর বাতিল করতে হবে।

করোনা নিয়ন্ত্রণে মোদি সরকার (Narendra Modi government)ব্যর্থ। সেই সঙ্গে করোনা আক্রান্তদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা দিতেও ব্যর্থ কেন্দ্র সরকার। দেশজুড়ে ভ্যাকসিন সঙ্কট, ওষুধ সংকট , অক্সিজেন সংকট। সব মিলিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশের স্বাস্থ্যব্যবস্থা বেসামাল।এই পরিস্থিতিতে বিরোধীরাও বারবার কেন্দ্রের সমালোচনায় সরব হচ্ছে। ভ্যাকসিন অনুমোদিত হওয়ার পর বিদেশে রফতানি করা নিয়েও প্রধানমন্ত্রীকে নিশানা করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে নিশানা করে পোস্টার লাগানো হয়েছে রাজধানীর নানা জায়গায়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Congress leader Rahul Gandhi) নিজেই টুইট করে মোদি সরকারের এই পদক্ষেপের প্রবল সমালোচনা করেছেন। একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আমাকেও গ্রেফতার করুন। গ্রেফতারিকে কটাক্ষ করে কংগ্রেস নেতা পি চিদম্বরম(p Chidambaram) লিখেছেন, “উদযাপন করুন, এটাই বাকস্বাধীনতা। শুধু প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলেই বাদ পড়তে হবে। তাই দিল্লি পুলিশ ২৪ জনকে গ্রেফতার করেছে।” কংগ্রেস মুখপাত্র অভিষেক সিঙ্ঘভি লিখেছেন, “আমি আঘাতপ্রাপ্ত, পোস্টার দেওয়ার জন্য অটো ড্রাইভার, প্রিন্টার, দিনমজুরকে গ্রেফতার করতে হচ্ছে। ‘

Previous articleরাজ্যের মন্ত্রী-বিধায়কদের গ্রেফতারি বিজেপির প্রতিহিংসার রাজনীতি: এসইউসিআই(সি)
Next articleকরোনা সংকটের মধ্যেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হল কেদারনাথ মন্দির