৪ নেতা-মন্ত্রীর তরফে রায় পুনর্বিবেচনার আর্জি গ্রহণ হাইকোর্টে, বুধবার শুনানি

নারদ-মামলায় বিচারবিভাগীয় হেফাজতে থাকা ৪ মন্ত্রী-নেতার তরফে পুনর্বিবেচনার আর্জির ‘মেনশন’ গ্রহণ করেছে হাইকোর্ট৷

প্রধান বিচারপতি আগামীকাল, বুধবার এই
পুনর্বিবেচনার আর্জির শুনানির অনুমতি দিয়েছেন৷ মঙ্গলবার প্রধান বিচারপতি এজলাশে ৪ নেতা-মন্ত্রীর তরফে ‘মেনশন’ করেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি এবং সিদ্ধার্থ লুথরা৷ ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও৷
নারদ-মামলায় সোমবার রাতে জারি করা নির্দেশ পুনর্বিবেচনার আবেদন নিয়ে মঙ্গলবারই হাইকোর্টে ‘মেনশন’ করা হয়৷ এদিন উল্লেখ পর্বে ৪ নেতা-মন্ত্রী, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের তরফে বলা হয়, তাঁদের বাদ দিয়েই সোমবার মামলার শুনানি হয়েছে। তাঁদেরও কিছু বলার আছে৷ প্রধান বিচারপতি এই আর্জি গ্রহণ করেছেন৷ ফলে আগামীকাল, বুধবার হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হবে নারদ- মামলার৷

আরও পড়ুন:অঞ্জনদা শুধু খবর দেখায়নি, খবর চেপেওছিল। কুণাল ঘোষের কলম

Advt

Previous articleঅঞ্জনদা শুধু খবর দেখায়নি, খবর চেপেওছিল। কুণাল ঘোষের কলম
Next articleএকদিনে করোনা প্রাণ কেড়েছে ৫০ জন ডাক্তারের