Thursday, November 6, 2025

এবার করোনা পরীক্ষার নির্ভুল রিপোর্ট মাত্র 2 ঘন্টায়

Date:

Share post:

আরটি-পিসিআর (RT-PCR) টেস্টে করোনা পরীক্ষার ( covid positive) রিপোর্ট সঠিক আসছে না। এই অভিযোগ বহু মানুষের। তবে এবার আরও নির্ভুল ফল পাওয়া যাবে। দাবি কেরলের একটি সংস্থার। এই সংস্থা নতুন ধরনের আরটি-পিসিআর টেস্ট কিট তৈরি করেছে। কেরলের শ্রী চিত্রা তিরুনাল ইন্সটিটিউট ফর মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology) এই নতুন ধরনের পরীক্ষা কিট তৈরি করেছে । ইতিমধ্যেই ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ, অর্থাৎ আইসিএমআর (ICMR) এর অনুমোদন পেয়েছে। আরটি-পিসিআর পরীক্ষায় মূলত সোয়াব নমুনায় যে ভাইরাস থাকে, তার জিনগত উপাদানকেই তুলে ধরে । এবং এর নির্দিষ্ট একটি অংশ পরীক্ষা করলেই জানা যায়, যে উদ্দিষ্ট ব্যক্তি করোনা আক্রান্ত কী না। তবে যেহেতু করোনা ভাইরাসের জিনগত পরিবর্তন ক্রমাগত হয়েই চলেছে, তাই পুরনো পদ্ধতির পরীক্ষায় অনেক সময় সঠিক রিপোর্ট নাও আসতে পারে।

পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে পরীক্ষা করে দেখা গিয়েছে, এই নতুন কিটটি নমুনায় ৯৭.৩ শতাংশ সংবেদনশীল এবং ১০০ শতাংশ সঠিক রিপোর্ট দিচ্ছে। অর্থাৎ এই কিট দিয়ে পরীক্ষা করা হলে ৯৮.৩ শতাংশ ক্ষেত্রে ভুল রিপোর্ট আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই প্রতিষ্ঠানের তৈরি আরটি-পিসিআর কিটটি সার্স (SARS-CoV-2) বা করোনা ভাইরাসের RdRp ও ORFb-nsp14 জিন দিয়ে তৈরি করা হয়েছে। করোনা সংক্রমণের জন্য দায়ী এই দুটি জিন।

ইতিমধ্যেই শ্রী চিত্রা তিরুনাল ইন্সটিটিউট ফর মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠানটি একটি লাইসেন্স লাইফসায়েন্স নামক একটি বায়োটেক সংস্থার সঙ্গে চুক্তি করেছে । তবে শুধু নির্ভুল ফলই নয়, সময়ও লাগছে অনেকটাই কম। যেখানে সাধারণ আরটি-পিসিআর পরীক্ষার ফল জানতে প্রায় পাঁচ – ছ’ ঘণ্টা লেগে যায়। সেখানেই এই কিটে দুটি সার্স-সিওভি-২ জিন ও মানবদেহের জিনের মধ্যে সংমিশ্রণ ঘটিয়ে প্রতিক্রিয়া যাচাই করতে ৪৫ মিনিট ও সোয়াব নমুনা থেকে আরএনএ বের করতে অতিরিক্ত ৩০ মিনিট সময় লাগে। অর্থাৎ সবমিলিয়ে দেড় থেকে দুই ঘণ্টার মধ্যেই পরীক্ষার ফল হাতে পাওয়া সম্ভব।

spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...