সরকারি কর্মীদের টিকাকরণ: ভ্যাকসিন চেয়ে ফের মোদিকে চিঠি মমতার

ফের ভ্যাকসিনের (Vaccine) ডোজ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyapadhyay)। এবার কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের টিকাকরণের জন্য নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে ২০ লক্ষ ডোজ চেয়ে আবেদন করেন মুখ্যমন্ত্রীর। চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র-রাজ্য সরকারি কর্মীদের জন্য ২০ লক্ষ ডোজ প্রয়োজন। রেল, বিমানবন্দর, ব্যাঙ্ক ও ডাকঘর কর্মীদের অবিলম্বে ভ্যাকসিন দিতে হবে। সরকারি কর্মীদের দফতরে সাধারণ মানুষ নিয়মিত যাতায়াত করেন বলে তাঁরা সুপার স্প্রেডারের পর্যায়ে পড়েন। এই জন্যই অবিলম্বে সরকারি কর্মীদের ভ্যাকসিন (Vaccine) দিতে হবে।

আগেই রাজ্যে সাংবাদিক, পরিবহন কর্মী ও হকারদের আগে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সেইমতো কাজ শুরু হয়েছে পুরসভা-সহ বিভিন্ন জায়গায়। কেন্দ্রের বিরুদ্ধে প্রয়োজনমতো ভ্যাকসিন না পাঠানোর অভিযোগ আগেও করেছিলেন মমতা। তিনি বারবার বলেন, রাজ্যকে সরাসরি ভ্যাকসিন কেনার সুযোগ দেওয়া হোক। এখন যে পরিমাণ ভ্যাকসিন রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে চাওয়া হয়েছে তা এসে পৌঁছায়নি বলে এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এই মর্মে ফের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মমতা।

আরও পড়ুন:২ মিটার নয়, বাতাসের ১০ মিটার পর্যন্ত ভাসতে পারে করোনাভাইরাস, জানাল কেন্দ্র

 

Advt

Previous article২ মিটার নয়, বাতাসে ১০ মিটার পর্যন্ত ভাসতে পারে করোনাভাইরাস, জানাল কেন্দ্র
Next articleকরোনা রুখতে নতুন অ্যান্টিভাইরাল থেরাপি ৯৯.৯ শতাংশ কার্যকরী, দাবি বিজ্ঞানীদের