ফিরহাদের সমস্যা নেই, বাকি ৩জনের বাড়ি ফিরতে লাগবে চিকিৎসকদের ছাড়পত্র

বাড়ি ফিরতেও জটিলতা !

হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুক্রবার বিচারবিভাগীয় হেফাজতে থাকা চার নেতা-মন্ত্রীকে ‘গৃহবন্দি’ রাখার নির্দেশ দিয়েছে৷ ফলে এই চারজন হেফাজতে থাকলেও, বাড়িতে থাকতে পারবেন৷

কিন্তু নতুন এক জটিলতা তৈরি হয়েছে SSKM-এ চিকিৎসাধীন ৩ নেতা-মন্ত্রীর ‘মুক্তি’র বিষয়ে৷
প্রেসিডেন্সি জেলে থাকা বন্দি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের আজই বাড়ি ফিরতে কোনও সমস্যা নেই৷ তিনি আজই বাড়ি ফিরতে চলেছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন:‘বরখাস্ত’ বিজয়বর্গীয়, এবার পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব বা তরুণ চুঘ, জল্পনা বিজেপিতে

কিন্তু SSKM-এ চিকিৎসাধীন অন্য ৩ নেতা-মন্ত্রী, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় ঠিক কবে বাড়ি ফিরতে পারবেন, তা নির্ভর করছে চিকিৎসকদের মতামতের উপর। এই তিনজনের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে এই তিনজনের বাড়ি ফেরার বিষয়টি ওই মেডিক্যাল বোর্ডের মতামত বা পরামর্শের উপর নির্ভর করছে। বোর্ডের ছাড়পত্র ছাড়া সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় বাড়ি ফিরতে পারবেন না৷ হাসপাতালে তৎপরতা চলছে বোর্ডের ছাড়পত্র আদায়ের৷

Advt

Previous article‘বরখাস্ত’ বিজয়বর্গীয়, এবার পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব বা তরুণ চুঘ, জল্পনা বিজেপিতে
Next articleএবার ব্যাঙ্ককর্মীদেরও করোনা যোদ্ধা হিসেবে টিকাকরণের সিদ্ধান্ত রাজ্যের