শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত ৪,১৯৪ জন, সামান্য কমলো সংক্রমণ

করোনা আক্রান্তের সংখ্যা কমেছে উত্তর ২৪ পরগণা ও কলকাতায়, বাড়ছে এই দুই জেলায়

সামান্য কিছুটা স্বস্তি দিয়ে শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জন। অন্যদিকে এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে গিয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন রোগী। আজ, শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন-করোনা ভ্যাকসিন পাবেন তৃতীয় লিঙ্গের মানুষরা, কলকাতার কোন জায়গাগুলিওতে দেওয়া হবে?

স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত ২ কোটি ৬২ লক্ষ ৮৯ হাজার ২৯০ জন। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯৫ হাজার ৫২৫ জন রোগীর। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ কোটি ৩০ লক্ষ ৭০ হাজারের বেশি রোগী। বর্তমানে গোটা দেশে ২৯ লক্ষ ২৩ হাজার ৪০০ জন চিকিৎসাধীন রয়েছেন । অন্যদিকে এ পর্যন্ত টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ১৯ কোটি ৩৩ লক্ষাধিক দেশবাসীর।

Advt

Previous articleসাইবার হানা, এয়ার ইন্ডিয়ার ৪৫ লক্ষ যাত্রীর তথ্য চুরি!
Next articleকরোনা সংক্রান্ত মামলায় অবাস্তব নির্দেশ বন্ধ করুক হাইকোর্ট, মন্তব্য সুপ্রিম কোর্টের