মারা গেলেন বিরাট কোহলির( Virat kohli) ছোটবেলার কোচ সুরেশ বাত্রা( suresh batra)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৩ বছর। বৃহস্পতিবার আচমকাই মৃত্যু হয় তাঁর। সুরেশ বাত্রার মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট মহলে।

দিল্লির অনেক ক্রিকেটারকেই কোচিং করিয়েছেন সুরেশ। তাঁর মৃত্যুতে বিরাট কোহলির কোচ রাজকুমার শর্মা বলেছেন, “ছোট ভাইকে হারালাম। ১৯৮৫ থেকে ওকে চিনি। যেখানেই থাকুক, ভাল থাকুক।”

বৃহস্পতিবার সকালে পুজো করার পরেই আচমকাই পড়ে যান সুরেশ বাত্রা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সুরেশ।

ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে রাজকুমার শর্মার সহকারী হিসেবে কাজ করতেন সুরেশ।

আরও পড়ুন:আইপিএলের বাকি ম্যাচ আয়োজনের জন্য আরব আমিরশাহিকেই পছন্দ বিসিসিআইয়ের
