ভয়াবহ যশ, ঝড়ের গতিবেগ পৌঁছবে ঘণ্টায় ১৬৫ কিলোমিটার

যশের প্রভাবে এখনই উত্তাল হতে শুরু করছে। সমুদ্র কার্যত ফুঁসছে। যশের পূর্বাভাস দিতে রবিবার আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন…

১. সমুদ্রে ঢেউয়ের উচ্চতা প্রায় ২০ ফুট হবে

২. ২৬ তারিখ ঝড়ের গতিবেগ হবে ১৫৫-১৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা। আমফানে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৮৫ কিলোমিটারের কাছাকাছি

৩. যশের ল্যান্ডফল হবে ২৬ তারিখ সন্ধ্যায়

৪. ল্যান্ডফল পারাদ্বীপ আর সাগরদ্বীপের মাঝখানে

৫. আমফানের মতোই কার্যত এর শক্তি থাকবে

আরও পড়ুন-ঝড় পর্বে করোনা চিকিৎসা যেন ব্যাহত না হয়, জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৬. সোমবার উপকূলে ঝড়ের গতিবেগ হবে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার। ২৫ মে ঝড় পরিণত হবে সাইক্লোনে। তখন গতিবেগ হবে ঘন্টায় ৭০-৮০ কিলোমিটার। ২৬ মে সুপার সাইক্লোন। সকালে গতিবেগ থাকবে ১০০-১১০ কিলোমিটার প্রতি ঘন্টা। বিকেলে উপকূলে আছড়ে পড়বে সাইক্লোন।

৭. এই মুহূর্তে অর্থাৎ রবিবার দুপুরে দিঘার দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে ৬৭০ কিলামিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়

৮. ঘূর্ণিঝড়ের জেরে বৃষ্টি। ২৪শে বৃষ্টি হবে উপকূলের জেলগুলিতে। ২৫ মে এই বৃষ্টি ভারী বৃষ্টিতে পরিণত হব্র। প্রবল বৃষ্টিপাত ২৬ শে হবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, ঝাড়্গ্রাম, পুরুলিয়াতে। ২৭ মে বৃষ্টিপাত হবে মালদহ, মুর্শিদাবাদ, দিনাজপুরে

৯. বাংলাদেশে এই ঝড়ের প্রভাব বিশেষ পড়বে না

১০. মঙ্গলবার থেকে কার্যত জেলায় জেলায় বৃষ্টি

Advt

Previous articleঝড় পর্বে করোনা চিকিৎসা যেন ব্যাহত না হয়, জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Next articleদিল্লিতে ফের বাড়ল লকডাউনের মেয়াদ, কবে শুরু ‘আনলক-পর্ব’