হাসপাতাল ছাড়লেন করোনামুক্ত মীরা, বাড়িতেই স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী

করোনায় আক্রান্ত হয়েছিলেন স্বামী-স্ত্রী দুজনেই। তবে হাসপাতালে ভর্তি হতে চাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভর্তি হয়েছিলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর আজ, সোমবার তাঁকে ছুটি দেওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, ছুটি দিলেও আগামী সাতদিন আইসোলেশনেই থাকতে হবে মীরাদেবীকে।
এদিকে কোভিড আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিলেও তিনি নারাজ থাকায় বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। অক্সিজেন স্যাচুরেশনও অনেকটাই স্বাভাবিক রয়েছে। এমনকি স্বাভাবিকভাবে খাওয়া দাওয়াও করছেন বুদ্ধবাবু।
প্রসঙ্গত দু’দিন আগেই সিপিআইএম রাজ্য সম্পাদক সুর্যকান্ত মিশ্র জানিয়েছিলেন, বুদ্ধবাবুর শরীরে মেডিকাল ও প্যারামিটারগুলি এখনও স্বাভাবিক রয়েছে। সিওপিডি-র সমস্যা থাকায় গত কয়েকবছর ধরে তাঁকে সারাক্ষণ পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারের সাপোর্টেই থাকতে হয়। তবে বুদ্ধবাবুর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

Previous articleযশের মোকাবিলায় প্রস্তুত রাজ্য, অনুদানে বৈষম্য কেন্দ্রের: মমতা
Next articleযশের মোকাবিলায় সমুদ্রবন্দরে জারি সতর্কতা, উপকূলবর্তী এলাকায় বাড়ানো হল নিরাপত্তা