ইয়াস-এর তাণ্ডবের আশঙ্কা, HIDCO-র তরফে রইল হেল্পলাইন নম্বর এবং একগুচ্ছ পরিকল্পনা

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামী বুধবার ওড়িশার বালেশ্বর এবং পশ্চিমবঙ্গের দিঘায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। ইতিমধ্যে ইয়াস-এর তাণ্ডবের আশঙ্কায় HIDCO-র তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঝড়ে গাছ পড়া থেকে শুরু করে অক্সিজেনের প্রয়োজন পড়লে ফোন করতে হবে ১৮০০১০৩৭৬৫২ এই নম্বরে। ইতিমধ্যেই দুটি জায়গায় ‘সাইক্লোন সেন্টার’ খোলা হচ্ছে। একটি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের নীচে এবং সল্টলেক সেক্টর ফাইভের নতুন যে কার পার্কিং বিল্ডিং হয়েছে তার দুটি ফ্লোরে।

কী কী করার নির্দেশ দেওয়া হয়েছে?

১) সেক্টর ফাইভ এবং নিউটাউনে প্রচুর ত্রিফলা লাইট রয়েছে সেগুলোকে বন্ধ রাখতে হবে।

২) হাই মাস্ট লাইট গুলোকে নামিয়ে রাখতে বলা হয়েছে।

৩) নিউটাউনে অনেক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে। সেই বিল্ডিংয়ের আবাসিকদের সতর্ক বাড়ির জানলা দরজা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

৪) সমস্ত জেনারেটরে ডিজেল রাখার কথা বলা হয়েছে।

৫) গাছ গুলি ছাঁটাই করা।

৬) জল নিষ্কাশনের জন্য যে পাম্প গুলি আছে সেগুলিকে ব্যবহার করার কথা বলা হয়েছে।

 

আরও পড়ুন-যশের ভ্রুকুটি থেকে ফসল বাঁচাতে তৎপর চাষীরা

৭) টিকাকরণ বন্ধ রাখা হচ্ছে। কারণ বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হলে টিকাগুলি নষ্ট হয়ে যাবে। সেই কারণে ভ্যাকসিনগুলি স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

৮) সব জায়গায় মেকানিক রাখতে বলা হয়েছে।

৯) ঝড় থেমে যাওয়ার পরে রাস্তা দিয়ে যাতে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড ও গাড়ি চলাচলের জন্য রাস্তায় উপড়ে পড়া গাছ দ্রুততার সঙ্গে সরিয়ে ফেলা হবে।

Advt

Previous article৫০ হাজারের গণ্ডি পেরিয়ে আরও ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার
Next articleকোভিড বিধি মেনে ‘বাংলা সিটিজেন্স ফোরাম’ ও ‘উদ্যোগে’র রক্তদান শিবির