৫০ হাজারের গণ্ডি পেরিয়ে আরও ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার

🔹সেনসেক্স ৫০,৬৫১.৯০ (⬆️ ১.৯৭%)

🔹নিফটি ১৫,১৯৭.৭০ (⬆️ ০.১৫%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে এদিন ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। সোমবার আবারও বড়সড় উত্থান ঘটল দেশের শেয়ারবাজারে। ১১১ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ২২ পয়েন্ট।

আরও পড়ুন:করোনায় মৃতের ডেট সার্টিফিকেটে মোদির ছবি দেওয়ার আবেদন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ১১১ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১১১.৪২ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,৬৫১.৯০। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সোমবার নিফটি ২২.৪০ পয়েন্ট বা ০.১৫ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,১৯৭.৭০।

Advt

Previous articleকরোনায় মৃতের ডেথ সার্টিফিকেটে মোদির ছবি দেওয়ার আবেদন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর
Next articleইয়াস-এর তাণ্ডবের আশঙ্কা, HIDCO-র তরফে রইল হেল্পলাইন নম্বর এবং একগুচ্ছ পরিকল্পনা