নিজের এলাকায় টিকা নিলেন বিধায়ক কাঞ্চন

সোমবার দুপুরে কোন্নগর (Konnagar) কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে করোনার ফার্স্ট ডোজের টিকা (Vaccine) নিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক (Kancchan Mallik)। তিনি বলেন, দেশে করোনা অতিমারি রূপে দেখা দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রীয় সরকার মানুষের জন্য টিকাকরণের কর্মসূচি সঠিক বন্দোবস্ত করেনি। এখনো প্রচুর মানুষ করোনার প্রতিষেধক নিতে পাননি।

কাঞ্চন বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে বারে বারে আবেদন জানিয়েছেন। রাজ্যের মানুষরা যাতে সুস্থ থাকতে পারেন এবং তাদের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:Cyclone Yass : কলকাতায় কতটা প্রভাব পড়বে যশের? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর

তার বিধানসভা কেন্দ্রের কানাইপুর পঞ্চায়েতে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মাস্ক এসেছে বলে জানান বিধায়ক। সেগুলি ব্লকগুলিতে বিলি করা হবে। করোনার মোকাবিলা কাজ আচ্ছেলাল যাদবের কাজের প্রশংসা করেন কাঞ্চন।

Advt

Previous articleযশের ভ্রুকুটি থেকে ফসল বাঁচাতে তৎপর চাষীরা
Next articleকরোনার ওষুধ মজুত রাখার অভিযোগ, গম্ভীরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল্লি হাইকোর্টের