ভয়ঙ্কর ইয়াস, ঢেউ ছুঁল নারকেল গাছের মাথা!

১. দিঘায় সমুদ্রের জল গার্ড ওয়াল টপকে ঢুকে পড়ল শহরে

২. দিঘার হোটেলেও ঢুকে পড়ল সমুদ্রের জল

৩. ঢেউয়ের উচ্চতা ছুঁল নারকেল গাছের মাথায়

৪. মন্দারমনিতেও হোটেলে ঢুকছে জল

৫.বাঁধ ভেঙে প্লাবিত দিঘা, মন্দারমনি, তাজপুর, শঙ্করপুর এলাকা

৬. পূর্ব মেদুনীপুরে ৩২ জনকে উদ্ধার করল সেনা

৭. পূর্ব মেদিনীপুরে ভাঙল ৫১টি বাঁধ

৮. ২০হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

৯. দক্ষিণ ২৪ পরগণার ১৫টি এলাকা ক্ষতগ্রস্ত

১০. সাগর, পাথরপ্রতিমা, নামখানায় বাঁধ ভেঙে প্লাবন

১১. জলের তোড়ে উলটে ডুবে গেল বুলডোজার

১২. ১৫ লক্ষ মানুষকে নিরাপদস্থানে সরানো হয়েছে

আরও পড়ুন-নির্ধারিত সময়ের অনেক আগেই বালেশ্বরের দক্ষিণ উপকূলে আছড়ে পড়ল সুপার সাইক্লোন ইয়াস

Advt

Previous articleপ্লাবিত উপকূলবর্তী গ্রাম, উদ্ধার সাড়ে ১১ লক্ষ মানুষ: মুখ্যমন্ত্রী
Next articleউত্তাল সমুদ্র, রাস্তায় ভাসছে গাড়ি, দিঘার হোটেলগুলি জলমগ্ন