শুভেন্দু -মুকুলকে ডাকা হচ্ছে না কেন?’’ হাইকোর্টে প্রশ্ন তুললেন কল্যাণ

“মুকুল রায়, শুভেন্দু অধিকারীকে এই মামলায় গ্রেফতার করা হচ্ছে না কেন, ডাকা’ই বা হচ্ছে না কেন ? ওরা তৃণমূল কংগ্রেস করে না বলে ?” নারদ-মামলার শুনানিতে CBI কৌঁসুলি তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে লক্ষ্য করে এভাবেই জোরালো প্রশ্ন তুললেন অভিযুক্তদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ শুধু CBI-কেই নয়, কল্যাণ একইসঙ্গে পাঁচ বিচারপতির উদ্দেশ্যেও কল্যাণ প্রশ্ন করেন ‘‘শুভেন্দু আর মুকুলকে ডাকা হচ্ছে না কেন? ওঁরা বিজেপিতে যোগ দিয়েছেন বলে?’’ জবাবে মেহতা বললেন, ‘‘আমি শুধুমাত্র আইনি প্রশ্নের জবাব দেব।’’ কল্যাণ বলেন, ” এ কেমন কথা, শুনানি দিনের পর দিন ধরে চলবে। আর আমার মক্কেলরা হেফাজতে থাকবে?”

Previous articleকবে হবে পরীক্ষা? মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next articleরাজ্যে কার্যত লক ডাউনের বিধিনিষেধের সময় বেড়ে ১৫ জুন